রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রক্ষণাবেক্ষণের উদাসীনতায় দ্রুত নষ্ট হচ্ছে ওয়াকওয়ে

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৮ মে ২০২৩ রোববার



নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে অবস্থিত। নদীর পার ঘেষে অবস্থিত হওয়ায় সবাই নদীর শীতল বাতাস ও সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এখানে আসে।

 

গতকাল (২৬ মে) সরজমিনে গিয়ে দেখা যায়, পুরো ওয়াকওয়ে জুড়ে বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্ত আকারে এমনকি ওয়াকওয়ের রেলিংগুলো অনেকাংশে ভাঙ্গা অবস্থায় রয়েছে আবার অনেক জায়গাতে পিলার ভেঙ্গে গিয়েছে। স্থানীয়রা বলছেন মালবাহী বড় বড় জাহাজগুলোর ধাক্কার কারনে ওয়াকওয়ের এমন অবস্থা।    

 


এ ব্যাপারে হারুন নামের এক ব্যাক্তি যুগের চিন্তাকে বলেন, এই ওয়াকওয়েতে প্রতিদিন অনেক লোক চলাচল করে। এছাড়া এখানের আশেপাশে যারা কাজ করেন তারা প্রায়ই শীতলতার জন্য ওয়াকওয়েতে এসে বসে থাকে। অন্যদিকে শীতলক্ষ্যার পাশে বিভিন্ন ব্যবসায়ীক-মিল হওয়ার কারনে দেশের বিভিন্ন প্রান্তর থেকে মালবাহী জাহাজ এসে এখানে ভিড়ে যার ফলে জাহাজ গুলো ওয়াকওয়ের  সাথে ধাক্কা লেগে ভেঙ্গে গিয়েছে।

 


মহাসিন নামের অপর ব্যাক্তি যুগের চিন্তাকে বলেন, আগে আমার ছেলেকে এখানে হাটাতে নিয়ে আসতাম কিন্তু এখন আর নিয়ে আসি না কারন এখন এটি ঝুকিপূর্ণ । এখানে আসলে এখন মনে ভয় থাকে যেখানে রেলিং নেই কখন যেন আমার বাচ্চা ফাঁকা দিয়ে নদীতে পরে যায়।  

 


এ ব্যাপারে ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রকৌশলী শিপন যুগের চিন্তাকে বলেন, যে ওয়াকওয়ে আগে নির্মান করা হয়েছে সেটার যদি কোনো ক্ষতি হয় বা ভেঙ্গে যায় তখন আমরা সেটা পুনরায় মেরামত করার জন্য বলি।

 

তখন যদি সেটার মেরামতের বাজেট থাকে তখন আমরা সেটাকে পুনরায় মেরামত করে দেই। এখন পুনরায় তাদের মেরামতের জন্য কোনো চিঠি পাঠিয়েছে কি না জানি না তবে আমি তাদের এই বিষয়টা বলবো যেন তারা খুব দ্রুত ওয়াকওয়ের মেরামতের কাজ শুরু করতে।  এন.হুসেইন রনী /জেসি