রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

নজরুলের আন্তর্জাতিকতা ও পাঠ উন্মোচন সভা অনুষ্ঠিত

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৩০ এএম, ৪ জুন ২০২৩ রোববার

 

সাহিত্য সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জে কবি নজরুলের আন্তর্জাতিকতা বিষয়ক আলোচনা ও কবিয়াল ফাউন্ডেশন এর সভাপতি কবি বাপ্পি সাহা'র সায়েন্স ফিকশন গানশিপের যোদ্ধা , সহ সভাপতি মাসুদ রানা'র কবিতার বই হৃদয়ের ফ্রেমে জীবন ও সাধারণ সম্পাদক মাসুদ রানা লাল এর কবিতার বই আশার নীল জ্যোতি বইয়ের পাঠ উন্মোচন ও পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

 

 

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কবি মানিক চক্রবত্তী'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য কবি অসীম সাহা, উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ মু. নজরুল ইসলাম তামিজী।

 

 

বিশেষ অতিথি ছিলেন কবি দীপক ভৌমিক,কবি অঞ্জনা সাহা, সংগঠক এইচ এম রেজাউল করিম তুহিন,সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক ।  অনুষ্ঠানের শুরুতে কবিয়ালের সাধারণ সম্পাদক মাসুদ রানা লাল এর পিতা লাল মিয়া'র মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

কবিয়াল ফাউন্ডেশন এর সভাপতি কবি বাপ্পি সাহা'র সায়েন্স ফিকশন গানশিপের যোদ্ধা বইটি নিয়ে আলোচনা করেন কবি রণজিৎ মোদক,, সহ সভাপতি মাসুদ রানা'র কবিতার বই হৃদয়ের ফ্রেমে জীবন বইটির আলোচনা করেন কবি ইয়াদী মাহমুদ  ও সাধারণ সম্পাদক মাসুদ রানা লাল এর কবিতার বই আশার নীলজ্যোতি বইয়ের পাঠ আলোচনা করেন কবি জালাল উদ্দীন নলুয়া।

 

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি সালমা ডলি।  প্রধান অতিথিসহ উপস্থিত আলোচকগন কবি কাজী নজরুল ইসলাম এর আন্তর্জাতিকা নিয়ে আলোচনা তুলেধরার পাশাপাশি প্রকাশিত তিন কবির লেখা বই নিয়ে আলোচনা করেন।   অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কবি আল আশরাফ বিন্দু,কবি হাবিব সিদ্দিকী।

 

 

কবি মাকসুদা ইয়াসমিন, আবৃত্তি শিল্পী সবুজ রায়, কবি আব্দুল রহিম, কবি শফিকুল ইসলাম আরজু, কবি ফরিদা ইয়াসমিন সুমনা, কবি সেলিম, কবি আল আজহার, নীরব রায়হান, জুয়েল রানা, কাজল আক্তার, কন্ঠ শিল্পী রিয়া খান, কবি পাখি, খাদিজা আক্তার ভাবনা, রুবেল আহম্মেদ, নাজমুল ইসলাম টিপুসহ আরো অনেকে।  এন.হুসেইন রনী /জেসি