‘ইওইওসো’ আরও একটি আউটলেট হবে নারায়ণগঞ্জে
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:২৩ পিএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
# চাহিদার প্রায় সবই এখন উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরা নিচ্ছে।
কার্যকারিতা, গুণমান, ডিজাইনের সমন্বয়ে তৈরি ফ্যাশনেবল এবং প্রচলিত দৈনন্দিন জীবনের হাজারও পণ্য এক ছাদের নিচে এনে দিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ইওইওসো’। সাশ্রয়ী মূল্য হওয়ায় বাংলাদেশে জনপ্রিয়তা বাড়ছে ব্র্যান্ডটির, সঙ্গে বাড়ছে ক্রেতা। কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশে ইওইওসো‘র ৩টি আউটলেট আছে, চলতি বছর আরও ৪টি চালু হবে।
এর মধ্যে নতুন করে একটি আউটলেট হবে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ‘আমান ভবন’ এর ২য় তলায় ২০২২ সালে ফ্যাশন ফিউশন ব্র্যান্ড ‘ইওইওসো’র প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়। মাস ছয়েক আগেও প্রতিষ্ঠানটির বাজার ছিল উচ্চবিত্ত কেন্দ্রিক। কিন্তু পণ্যের মূল্য নাগালের মধ্যে থাকায় এখন পরিস্থিতি পাল্টেছে। চাহিদার প্রায় সবই এখন উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরা নিচ্ছে।
প্রতিষ্ঠানটির নিয়মিত ক্রেতা শফিকুল ইসলাম জানান, ইওইওসোর পণ্য গুলোর কার্যকারিতা, গুণগত মান, ডিজাইন খুবই ভালো। মূল্যও হাতের নাগালের মধ্যে। ‘ইওইওসো’র নারায়ণগঞ্জ আউটলেটের ম্যানেজার তামান্না জানান, প্রতিটি পণ্য স্বাস্থ্যগত এবং সৌন্দর্য্যের দিকে বিবেচনা করে তৈরি করে ইওইওসো। পণ্য গুলো বেশ কার্যকরি। তবে, বেশি চাহিদা রয়েছে প্রসাধনী সামগ্রীর। আমাদের পণ্য যারা একবার ব্যবহার করছে, তারা বারবার আসছে। তাই ক্রেতার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।
আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্পেন, কানাডা, পর্তুগাল, নিউজিল্যান্ড, চীনসহ বিশ্বের ৬০টির বেশি দেশে ২ হাজারের অধিক আউটলেট আছে এই ইওইওসো‘র। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ফকির গ্রুপের হাত ধরে ২০২০ সালে ইওইওসো’র যাত্রা শুরু হয় বাংলাদেশে। বর্তমানে রাজধানী ঢাকার বনানী, যমুনা ফিউচার পার্ক আর নারায়ণগঞ্জের আমান ভবনে আউটলেট আছে। প্রসাধনী সামগ্রী, উপহার, খেলনা সামগ্রী, শিক্ষা সামগ্রী, গৃহস্থলীর জিনিস ও ইলেক্ট্রিকসহ দৈনিক জীবনের হাজারেরও বেশি পণ্য রয়েছে সেখানে।
ইওইওসো বাংলাদেশ লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মুনজারিন জামান জানান, বর্তমানে ইওইওসোর ৩টি আউটলেট আছে, ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে চলতি বছর আরও ৪টি আউটলেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে দ্বিতীয় আউটলেট করার পরিকল্পনা করা হয়েছে।এস.এ/জেসি