রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বিতীয় দফায় বেড়েছে পেঁয়াজের দাম

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার


বাজারে কিছু সবজির দাম কমলেও পেয়াজের ঝাঁজ আবারো বেড়ে উঠেছে। কিছু সপ্তাহের ব্যবধানে হুট করেই বেড়ে দ্বিগুন হয়ে উঠেছে পিয়াজের দাম। গত কয়েক মাস ধরেই পিয়াজের দাম উঠানামা করছিলো পাইকারি বাজারগুলোতে। শুধু পিয়াজ না, বাজারে এখন সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। সেই সঙ্গে বেড়েছে আদা, রসুনের দামও।

 

 

হুট করেই পিয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা বেড়ে গিয়েছে। সল্পআয়ের মানুষেরা এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। প্রতি পাল্লা পাইকারি বাজারে দেশি পিয়াজের দাম ৩৮০টাকা ও ইন্ডিয়ান পিয়াজ ৪২০ টাকায় দরে বিক্রি করছেন বিক্রেতারা। যা আগে কেজিতে ৭২ টাকা করে ও পাল্লা ৩৬০ টাকায় বিক্রি করা হয়েছিল। আদা ও রসুনের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আদার দাম পাইকারিতে ১৮০ টাকা ও রসুন ১২০ টাকা থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 


দিগুবাবুবাজারে পিয়াজ কিনতে আসা নওশিন বলেন, দিন দিন যা পরিস্থিতি হয়ে দাাড়াচ্ছে বাজারে এসে পন্যকিনা পরবর্তিতে আরো কষ্টজনক হয়ে উঠবে। আমাদের এই কষ্ট দেখার মতো কেউ নেই, জিনিসপত্রের দাম কমানোর জন্য কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেখানে আরেক ক্রেতা জানান, আয় যেমন সেই অনুযায়ী আমাদের বাজারে নিত্যপন্য কিনতে হবে। দাম বেশি হওয়ায় আদা কেজি পিয়াজ কিনেছি।

 


বিক্রেতারা জানান, এখন আমদানি করা পিয়াজের সরবরাহ কম হওয়ায় দাম উধ্রগতির দিকে যাচ্ছে। পেয়াঁজের দাম গত মাসে স্থিতিশীলই ছিল। এদিকে কিছু কিছু পিঁয়াজ বেচা না হওয়ার কারনে নষ্ট হয়ে যাচ্ছে। ইন্ডিয়া থেকে আমদানি না হলে এর দাম পরবর্তিতে আরো বাড়তে পারে, এছাড়া কোনো কারন নেই।  এন.হুসেইন রনী  /জেসি