রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই বছরেও আশানুরূপ কোন উন্নয়ন নেই ১৮নং ওয়ার্ডের

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:১৩ এএম, ৭ জুন ২০২৩ বুধবার



সাধারণত প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে সকলেই তার নিজ নিজ ওয়ার্ডে উন্নয়ন কাজ শুরু করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্ন্তভুক্ত রয়েছে ১৮ নং ওয়ার্ড। কিন্ত ১৮ নং ওয়ার্ডের কড়ইতলার এলাকাবাসীরা জানান, নির্বাচন হওয়ার পর থেকে তারা তেমন সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদের ওয়ার্ড কাউন্সিলর থেকে।

 

 

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাটিতে নেই ওয়াসা বা কোনো পানির লাইন। নেই সড়কে বাতি। রাস্তা জায়গা জায়গায় ভাঙ্গা। তাছাড়াও নির্দিষ্ট কোনো ডাষ্টবিন নেই।    

 


এ বিষয়ে এলাকাবাসীরা জানান, ভোট হওয়ার পর থেকে এই পর্যন্ত একবারও কাউনন্সিলর সাহেব আমাদের সাথে দেখা করতে আসেননি। রাস্তা ঘাটের যেই বেহাল দশা তার পাশাপাশি রাস্তায় কোনা বাতি নেই। নেই কোনো ওয়াশার পানির সংযোগ। যে যার মতো ডিপ বসিয়ে পানি ব্যবহার করি। রাতের আধারে আমাদের এভাবেই চলাচল করতে হয়।

 

 

তাছাড়াও ঠিকমতো গ্যাস থাকে না। ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। কখনো কখনো লোকজন এসে ময়লা নিয়ে যায় আবার কখনো কখনো আসেই না। আমাদের এলাকার অনেকেই কাইন্সিলর সাহেবের কাছে এ নিয়ে অনেকবার গিয়েছি তিনি এ পর্যন্ত আমাদের কোনা সুযোগ সুবিধা দেয়নি।

 



এ ব্যাপারে মুন্নী বেগম বলেন, তিনি প্রায় ১২ বছর আগে এখানেবাড়ি করে বসবাস করছেন। ১২ ধরে এখানে থেকেও কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না তিনি। তিনি আরো বলেন, আমাদের এই এলাকার কারো বাড়িতেই ওয়াশার পানির সুবিধা নেই সবাইকে নিজ নিজ বাড়িতে টিউবওয়েল বা ডিপের পানি ব্যবহার করতে হয়।

 

 

রাত হলে পুরো এলাকা অন্ধকার হয়ে থাকে সড়কে কোনো বাতি নেই। তাছাড়াও ময়লা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই তবে সিটি কর্পোরেশন থেকে মাঝে মাঝে এসে ময়লা নিয়ে যায় ঠিকমতো আসে না। আমরা কাউন্সিলরকে এ নিয়ে অনেক বার অভিযোগ জানিয়েছি কিন্ত এ বিষয়ে তিনি কিছুই বলেননি।

 


নাম প্রকাশে অনিচ্ছুন এক দোকানদার যুগের চিন্তাকে জানায়, নির্বাচন শেষ হওয়ার পর থেকে এই পর্যন্ত ১৮ নং ওয়াডের আমরা কেউ কোনো রকম সিটি কর্পোরেশন ও কাউন্সিলর সাহেব থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছি না। তাছাড়াও রাস্তার ঘাটের কোনো উন্ন্য়ন নেই জায়গায় জায়গায় ভেঙ্গে আছে। পানির কোনো সুযোগ সুবিধা নেই। ময়লা ফেলার কোনো নির্দিষ্ট ডাস্টবিন নেই।

 


এ বিষয়ে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামরুল হাসান মুন্না বলেন, এ বিষয়ে আমি বলতে পারবো না। আপনারা সিটি কর্পোরেশনে যোগাযোগ করেন।  

 


এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ ব্যপারে আমি জানি না তবে বিষয়টি আমি দেখছি।  এন.হুসেইন রনী  /জেসি