বৃষ্টি মাথায় নিয়ে ড্রেন সংস্কারে স্বস্তির চেয়ে ভোগান্তি বেশি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১১ জুন ২০২৩ রোববার
# বৃষ্টি নামলে শুরু হয় লোক দেখানো কাজ- এলাকাবাসী
# একদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে ফতুল্লার বহু এলাকা, ব্যাপক ভোগান্তি
গত কয়েকদিন টানা তীব্র তাপদাহে অস্বস্তিতে ছিলো জনমনে। তবে সে অস্বস্তিতে স্বস্তি হয়ে দেখা দিয়েছে এক পশলা বৃষ্টি। তবে এ স্বস্তি যেনো অস্বস্তি আরো বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ফতুল্লা থানার অন্তর্গত বহু জনপদ তলিয়ে গেছে একদিনের বৃষ্টিতেই। এমনকি বহু বাড়িতে ও পানি উঠতে দেখা গেছে।
এর সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ্য করা যেতে পারে ফতুল্লার ড্রেনগুলো সংস্কার করা হয় না, পরিষ্কার করা হয় না। তবে এক অদ্ভুত কারণে বর্ষার মৌসুম আসলেই বৃষ্টি শুরু হলেই শুরু হয় সেই ড্রেনগুলো পরিষ্কার করার কাজ। শুরু হয় খুড়োখুড়ি। এতে করে স্বস্তির চেয়ে ভোগান্তি দেখা দিয়েছে বহুগুন।
সরেজমিন পরিদর্শন করে দেখা যায় ইসদাইর উপজেলা রোড, মাসদাইর প্রাইমারি স্কুল, লালখাঁ, তক্কারমাঠ সহ আরোও কয়েকটি এলাকায় ড্রেন পরিস্কার করার জন্য শ্রমিকরা কাজে লিপ্ত হয়েছে। অন্যদিকে ড্রেনের ময়লা উঠানোর পর তা বৃষ্টির পানিতে ধুয়ে পুনরায় তা ড্রেনে চলে যায়। এতে করে কাজ সফল ভাবে সমাপ্ত করা যাচ্ছেনা। উপরন্তু হচ্ছে ভোগান্তি।
কয়েকটি ওয়ার্ডের এলাকাবাসীর সাথে সারাবছর মেম্বার চেয়ারম্যানদের কাজ করার কোনো নাম থাকেনা। তাদের চেহারাও দেখা যায়না। কিন্তু বৃষ্টি নামলেই তারা তরিঘরি করে কাজ করে। তারা লোক দেখানো কাজ করে।
এমন কাজের ফলে রাস্তার একপাশে জমে থাকে বৃষ্টির পানি। শুকনো জায়গায় ড্রেনের স্লাব ও ময়লা রাখা হয়। এতে করে হাটাচলা করার জায়গা থাকেনা। সবাই পানি থেকে বাঁচতে রাস্তা ধরে হাটা শুরু করে। ফলে সৃষ্টি হয় যানজট। এ যেনো এক নতুন ভোগান্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ওয়ার্ড সদস্যের সাথে কথা বলে জানা যায় সময় মতো কাজের জন্য বাজেট না দিলে আমরা কাজ করবো কিভাবে। তবে এলাকাবাসীর দাবি সময়ের কাজ সময়মতো শুরু করা এবং শেষ করা। এতে করে ভোগান্তি লাঘব হবে। শুধু তাই নয় তারা বরাবরের মতোই এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান এর দাবি জানান। এস.এ/জেসি