রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জনবল সংকটে শহর সমাজসেবা অধিদপ্তর

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার

 

# পরীক্ষা নিয়েছি, ফলাফলের অপেক্ষায় : উপ-পরিচালক

 

 

১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর থেকে দেশে বস্তি সমস্যা উদ্ভুত হয়। এ সমস্যা দূর করার উদ্দেশ্যে ১৯৫৫ সালে জাতিসংঘের পরামর্শে চালু করা হয় সমাজসেবা অধিদপ্তর। সে হয় দেশের বিভিন্ন জেলায় জেলায় মানব সেবায় কাজ করে আসছে সমাজসেবা অধিদপ্তর। প্রতিটি জেলার মতো নারায়ণগঞ্জেও প্রায় ৯ থেকে ১০ বছর ধরে গলাচিপার মোড়ে ৯টি ওয়ার্ড নিয়ে নিম্নাবিত্ত শ্রেনির মানুষদের সেবায় নিয়োজিত শহর সমাজসেবা অধিদপ্তরটি।

 

বয়স্কভাতা থেকে শুরু করে ভিক্ষুক ভাতা এবং কম্পিউটার কোর্সেরও সুবিধা রয়েছে সেখানে। তবে জানা যায়, লোকবল সংকটে রয়েছে শহর সমাজসেবা অধিদপ্তরটি। যেখানে ৮জন কর্মকর্তা কিংবা কর্মচারী নিয়ে কাজ করার কথা সেখানে মাত্র দুজন কর্মচারী নিয়ে চলছে এটি। লোকবল কম থাকার কারণে কার্যক্রম গুলো সঠিক ভাবে পরিচালনা করতে পারছে না বলেও জানান তারা এছাড়াও জনবল কম হওয়ায় সমাজসেবা অধিদপ্তর থেকে নিম্নবিত্ত শ্রেণির মানুষদের ব্যবসা করার উদ্দেশ্যে ঋণ দেওয়ার কার্যক্রমটিও বন্ধ রয়েছে।    

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ শহর সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম যুগের চিন্তাকে জানান, আমাদের এ অধিদপ্তরে সরকারি নিয়ম অনুযায়ী লোক থাকার কথা ৮ জন। সেখানে লোক রয়েছে মাত্র ২ জন এ কারনে আমরা আমাদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করতে পারছি না। অনেক অসুবিধে হচ্ছে অফিস পরিচালনার কাজে। লোক না থাকার কারনে সাধারণ জনগনকে ঋণ দেওয়ার কার্যক্রমটি করতে পারছি না।

 

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার যুগের চিন্তাকে জানান, সারা দেশেই লোক কম রয়েছে। কেননা আমাদের বিভিন্ন জায়গা থেকে কর্মকর্তারা বদলি হয়েছে আবার অনেকে অবসরপ্রাপ্তও হয়েছে যে কারণে আমাদের লোক কম রয়েছে। তবে আমরা লোক নিয়োগ কারার জন্য পরীক্ষা নিয়েছি। শুধু ফলাফলের জন্য অপেক্ষা করছি। ফলাফল বের হলেই আমরা লোক নিয়োগ দিবো। এস.এ/জেসি