নারায়ণগঞ্জ বার একাডেমি প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান
স্টাফ রিপোর্টার
যুগের চিন্তা
প্রকাশিত : ০১:০০ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
১৯৯২ এসএসসি ব্যাচ এলামনাই এসোসিয়েশন এর আয়োজনে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। গতকাল শুক্রবার (১৬ জুন) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলে ১৯৯২ এসএসসি ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
পরে ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ শ্রদ্ধেয় শিক্ষকদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলের প্রাক্তন শিক্ষক মো.শওকত আলী, নুরুল হক মিয়া, বিধান চন্দ্র দাস, রথেন্দু ভূষণ রায়, এম.এ মালেক বাহাদুর, মোহাম্মদ আব্দুল করিম, সুখেন্দ্র চন্দ্র দেবনাথ ও অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
এসময় বক্তব্যে শ্রদ্ধেয় শিক্ষকরা প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা তোমাদের জন্য এই স্কুলে এসেছি, এই স্কুলে তোমার নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকে তোমরা আমাদের যে সম্মান দিলে তা প্রকাশ করার মতো না। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি, আগামীতে তোমরা আরও বড় হও মহান সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করছি।
অনুষ্ঠানে শিক্ষার্থী বৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আজকে আমাদের ৯২ ব্যাচ এলামনাই এসোসিয়েশন বন্ধুদের জন্যে এক মহা আনন্দের দিন। কারণটা খুব সহজেই অনুমেয়। আজকে আমাদের সামনে মঞ্চে উপবিষ্ট আছেন এমন কয়েকজন ব্যক্তিত্ব যাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।
আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষকগণ আজকে মঞ্চে বসে আছেন, যাদের স্নেহ আর সান্নিধ্যে আমরা বড় হয়েছি আমাদের এই প্রিয় বিদ্যালয়ে। আজ থেকে ৩১ বছর আগে আমরা বিদ্যালয় অধ্যায় শেষ করেছিলাম। আজ এতদিন পরে প্রিয় বিদ্যালয়ে আবারও স্যারদের সান্নিধ্যে আসতে পেরে নিজেদের অত্যন্ত সোভাগ্যবান মনে করছি।
সত্যি করে বলতে গেলে আজকে আমাদের অনুভূতি কে কিভাবে যে ভাষায় প্রকাশ করবো তা নিয়ে আমরা একটু চিন্তিত হয়ে আছি। তবে যে শিক্ষকগণের জন্যে আজকের এই সম্মাননা অনুষ্ঠান আয়োজনের ক্ষুদ্র প্রয়াস, তাদের নাম আজকে আরও একবার উচ্চারণ করতে পেরে নিজেদের সম্মানিত বোধ করছি। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলে ১৯৯২ ব্যাচের সকল ছাত্র বৃন্দ উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি