চেয়ারম্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হীরার অতিরিক্ত টোল আদায়
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
নারায়ণগঞ্জের চরকাশীপুর এলাকায় হাজীপাড়া কদম আলী স্কুলেরপাশে হীরার বাশেঁর সাঁকো থেকে বাড়তি টোল আদায় করছে বলে অভিযোগের পর পরই এলাকার চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল আলাউদ্দিন হীরাকে ২ বার ডেকে সাবধান করার পরেও চেয়ারম্যান কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে হীরার অতিরিক্ত টোল উত্তোলণ।
এর আগে বিভিন্ন প্রতিকায় নিউজ হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি। দিনের বেলাতে ৩ টাকা করে নিলেও রাত হলেই বেড়ে যায় টোলের টাকা। এছাড়া আরো অভিযোগ রয়েছে টোল আদায়কারীরা বা আলাউদ্দিন হীরার লোকেরা যাতায়াতকৃত সাধারন মানুষদের সাথে অকথ্য ভাষায় আচরণ করেন।
এমন অবস্থায় থেকে মুক্তি চায় সাঁকো পারাপারকারী প্রায় তিন থেকে ৪ হাজার এলাকার বাসিন্দারা। এমনি তে ঝুঁকি নিয়ে বাশেঁর সাকো দিয়ে পারা পার করছে তার উপর বাড়তি টোল। এছাড়া স্থানীয় বাসিন্দারা কতৃপক্ষের কাছে সেখানে একটি ব্রিজ করে দেওয়ার জন্য আবেদন করলেও গত ১ বছরেও ব্রিজ নির্মানে আশা দিলেও ব্রিজটি নির্মাণ হয়নি। এলাকাবাসীর আরো অভিযোগ ব্রিজ না হওয়ার সুযোগে আর কতৃপক্ষের গাফলতিতে হীরার বাশেঁর সাকোঁ থেকে বাড়তি টোল আদায় করছেন।
এ বিষয়ে বাঁশের সাঁকোর ইজারাদার আলাউদ্দিন হীরা, উক্ত এলাকার চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল বলার পরেও কেনো তিনি সাকো থেকে বাড়তি টোল আদায় করছেন এমন প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি ফোনকলটি কেটে দেন।
এ বিষয়ে কাশীপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল কে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা রিফাত ফেরদৌস এর সাথে মুঠোফোনে অধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনকলটি রিরিভ করেননি। এন. হুসেইন রনী /জেসি