রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাসিকের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে স্বাস্থ্য ভিত্তিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন কানাডিয়ান হাই কমিশনার মিস্টার জোসেফ। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নগর ভবন, চৌধুরীবাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং শেখ রাসেল পার্ক পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

 

কানাডা সরকারের দেয়া অর্থায়ন সিটি করপোরেশন ঠিকভাবে ব্যবস্থাপনা করছে দেখে সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেন। একই সাথে আগামী দিনে সহায়তার প্রয়োজন হলেও পাশে থাকার আশ্বাস দেন হাই কমিশনার। নাসিক সূত্র জানায়, আইপাস বাংলাদেশ নামক সংস্থার সহায়তায় স্বাস্থ্য সেবা ভিত্তিক কার্যক্রম চালাচ্ছে নাসিক।

 

 

সেই কার্যক্রম কেমন চলছে তা দেখতেই বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আসেন হাই কমিশনার। এসময় আরও উপস্থিত ছিলেন আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাইদ রোবায়েত, টিম মেম্বার ডা. জিয়া, ডা. নাদিয়া, ডা. সুষ্মিতা, নাসিকের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, ডা. নিজাম আলী এবং ডা. ফারহানা রহমান।  এন. হুসেইন রনী  /জেসি