শামীম ওসমানের ১৫ দিনের আল্টিমেটামেও টনক নড়েনি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার
# চাষাড়া মোড়ে অবৈধ স্ট্যান্ডে বসিয়ে চাঁদা তোলা অব্যাহত
নারায়ণগঞ্জ শহরে চাষাড়া মোড়ে বিভিন্ন গাড়ির অবৈধ স্ট্যান্ড বসিয়ে আওয়ামীলীগে নাম ব্যবহার করে চাঁদা আদায় করা ও পাড়া-মহল্লায় মাদক বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন এমপি শামীম ওসমান। শহরে চাষাড়া মোড়ে ৭/৮ টি অবৈধ স্ট্যান্ড রয়েছে যার সব গুলো চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা ও এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠজনেরা। তবে শহরে বর্তমানে সব থেকে বড় চাঁদাবাজির ক্ষেত্র হল ব্যাটারিচালিত অটো রিক্সা। যাতে অংশ রয়েছে রাজনৈতিক ব্যক্তি সাংবাদিক পরিচয় দানকারী থেকে শুরু করে অনেকে।
তাই পুলিশ ও তাদের কিছু বলে না কারণ তারা অনেকে এমপি সাহেব এর ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। আর সেই চাদাঁবাজি বন্ধ করতে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে এমপি শামীম ওসমানের অনুরোধ করেন। গত ২ জুন শুক্রবার সোনারগাঁও রয়েল রিসোর্টে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে এবং গত ৭ জুন বিসিক ৫ তলা এলাকায় নতুন রাস্তা উদ্ধোধনকালে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন শামীম ওসমান।
তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ এর কোথাও মাদক বিক্রি করতে দিবো না। যারা মাদক বিক্রেতাদের লালন পালন করে তাদের আমরা এ শহরে ঠাঁই দিবো না। তিনি যারা ভূমিদস্যুতা করে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করে। আগামী ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জ এর কোথাও মাদক বিক্রি করতে দিবোনা। আর এ শহরে অটো রিক্সা থেকে চাদাঁবাজি করে চলছে। এগুলা কি চলছে বলে মন্তব্য করেন। আপনারা রাজনীতিবিদদের ডাকেন, সকলকে এক টেবিলে বসিয়ে।
আমার সাথে কারো ব্যক্তিগত কোনো সমস্যা নাই। বিএনপি আছে, তৈমুর ভাই আছে, কালাম ভাই আছে, আমাদের দলের ভেতরে আমার ছোট বোন আইভী আছে সকলকে একমঞ্চে আনতে বাধ্য করেন যাতে আমরা মাদক ও চাঁদাবাজদের থেকে এ শহরকে মুক্ত রাখতে পারি।তবে শামীম ওসমানের বক্তব্যের ১৫দিনের আল্টিমেটামের পরও আগের অবস্থাতেই রয়েছে সবকিছু। শহরে চলছে অবৈধ স্ট্যান্ড চলছে চাঁদাবাজি। পাড়া-মহল্লায় দিন-রাত চলছে মাদক ব্যবসা। এস.এ/জেসি