বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জোরপূর্বক হাটে গরু তোলার চেষ্টা করলে ডাকাতি মামলা হবে : এসপি

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৫ জুন ২০২৩ রোববার


পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে এক গরুর হাটের জন্য নিয়ে আসা গরু পরিবহন থেকে অন্য হাটের ইজারাদাররা জোরপূর্বক ছিনিয়ে নেয়। গরুর বেপারিদের মারধর করা হয়। এখন যেহেতু সব ইজারাদাররা এখানে উপস্থিত আছেন। আমি স্পষ্ট বলে দিতে চাই, যারা এধরণের কাজ করবেন তাদের বিরুদ্ধে সরাসরি ডাকাতি মামলা দায়ের করা হবে।

 

 

কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল শনিবার জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঈদ-উল আযহা ২০২৩ উপলক্ষে কোরবানীর পশুর হাটের ইজারাদারদের সাথে এক মত বিনিময় সভায় এই হুশিয়ারী দেন তিনি। এ সময় পশুর হাটের ইজারাদারাগণ পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

 

 

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নারায়ণগঞ্জ জেলা মোট ৭৪টি পশুর হাট অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকল হাটে একটি করে কনট্রোল রুম চালু করবেন, যাতে কোন ধরনের সমস্যা হলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। আমি যদি শুনতে পাই গরু টেনে নিয়ে গেছেন, তাহলে নগদ ডাকাতির মামলা দিয়ে দিবো।

 

 

আপনারা সকলে হাটের সামনে একটি করে ব্যানার টানিয়ে দিবেন। যাতে সহজে মানুষ চিনতে পারে। আপনাদের সকলে যে সকল সমস্যার কথা বলেছেন আমরা সেদিকে খেয়াল রাখবো। যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। যে হাটগুলোতে বেশি সমস্যা আছে সেখানে আমরা আলাদা ব্যবস্থা নিবো। 

 

 

তিনি আরো বলেন, কোরবানীর পশুর হাটে সিসি ক্যামেরা থাকতে হবে , জালটাকা শনাক্তকরণ মেশিন , পর্যাপ্ত পরিমানে আলোর ব্যবস্থা, পানির ব্যবস্থা করতে হবে। সকল বলান্টিয়ারদের আইডি কার্ড থাকতে হবে। অন্য হাটের গরু জোর করে নামানো যাবে না, বেপারিদের থাকা খাওয়া ও তাদের টাকা পয়সার জন্য নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। 

 

 

সরকারি নির্ধারিত ফি অনুযায়ী হাসুলি নিতে হবে, হাটে সব সময় পশুর ডাক্তার রাখতে হবে ও তাদের ৫টি ঔষধ দিতে হবে , কোন হাটের গরু যাতে রাস্তার উপরে না নামানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ব্যপারীর টাকা ছিনতাই হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। 

 

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (আপরাধ) চাই লাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) সোহান সরকার, নারায়ণগঞ্জ এর বিভিন্ন থানার ওসি এবং বিভিন্ন হাটের ইজারাদারাগণ।  এন. হুসেইন রনী  /জেসি