রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনায়েতনগরে ড্রেন সংকটে পানিবন্দী দুই লক্ষাধিক মানুষ

সাইমুন ইসলাম

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার



সদর উপজেলার অন্তর্গত ফতুল্লা থানা জলাবদ্ধতার কারণে বছরের বেশিরভাগ সময়ে আলোচনায় থাকে।  ফতুল্লা থানার  মধ্যো যে কয়টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে থাকে তার মধ্যো এনায়েতনগর ইউনিয়ন পরিষদ অন্যতম। এ পরিষদের অন্তর্গত  ৩ নং ওয়ার্ডটিতে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। প্রতি বছর একই চিত্র দেখা যায়।

 

 

পরিস্থিতির কোনো উন্নতি পরিলক্ষীত হয় না। বিশেষ করে মধ্যনগর , নবীনগর, নয়াবাজার এলাকায় জলাবদ্ধতার কবলে পরে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এ বছরও এর কোনো পরিবর্তন হয়নি। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় মধ্যনগর , নবীনগর, নয়াবাজার সহ বেশ কয়েকটি এলাকা পানিতে নিমজ্জ্বিত হয়ে আছে।

 

 

এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা জলাবদ্ধতার কবলে । ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। বাচ্চারা ড্রেনের ময়লা পানি সংস্পর্শে আসতে বাধ্য হচ্ছে। নামাজে যেতে হলেও নোংরা পানি পার হয়ে মসজিদে যেতে হয় মুসুল্লিদের। এছাড়াও আরোও নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয় তাদের।

 


এ জলাবদ্ধতার কারনে নবীনগরে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়ে প্রায় প্রতিবছরই মাসব্যাপি জলাবদ্ধতা দেখা দেয়। এতে করে শিক্ষার্থীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। ব্যাহত হয় স্কুল কেন্দ্রীক পাঠদান।

 


দীর্ঘদিন ধরে এ সমস্যা নিয়েই চলছে স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতির উত্তরন না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে। এ ওয়ার্ড এর জলাবদ্ধতার সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে ওয়ার্ড মেম্বার  আ. জলিল এর সাথে কথা বললে তিনি জানান, এ ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে রয়েছে তবে আমরা এ জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক চেষ্টা করছি।  

 


তিনি আরোও বলেন নবীনগর কবরস্থান থেকে এতিমখানা নয়াবাজার হয়ে ক্রোনী খাল পর্যন্ত একটি ড্রেন এবং নবীনগর কবরস্থান থেকে ধলেশ্বরী নদি পর্যন্ত আরেকটি ড্রেন অর্থাৎ এ দুটি ড্রেন হলে এ এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। এ ওয়ার্ডের জলাবদ্ধতার সমাধান নিয়ে  এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান যুগের চিন্তাকে জানান, এনায়েতনগরের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতার সমস্যা।  

 

 

এ জনপদের জলাবদ্ধতার সমস্যা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এটা  নিরসনে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করা হচ্ছে। আমরা মেপে দেখেছি এ জনপদের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ফুট দৈর্ঘের একটি ড্রেন আবশ্যক। ইতিমধ্যে এ কাজ শুরুর  অগ্রগতি অনেকদুর পর্যন্ত এগিয়েছে।  প্রায় দেড়শ কোটি টাকা খরচে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি এ জনপদের জলাবদ্ধতা অতি দ্রুত  নিরসনের আশ্বাস প্রদান করেন।

 


তবে এলাকাবাসীর দাবী অতি দ্রুত এ জনপদের এমন অভিশপ্ত অবস্থা থেকে বাসিন্দাদের মুক্ত করা হোক। জলাবদ্ধতামুক্ত এনায়েতনগর গড়ে তোলা হোক।  এন.হুসেইন রনী /জেসি