আউয়াল মেম্বারের গাফিলতির কারণে ইসদাইরে জলাবদ্ধতার খারাপ পরিস্থিতি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
এবার ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইসদাইর এলাকায় জলাবদ্ধতার জন্য সবচেয়ে বেশি দায়ী ওই এলাকার মেম্বার আবদুল আউয়াল। তিনি এবার এলাকার খাল এবং ড্রেনগুলি পরিস্কার করেননি। তাই এবার ইসদাইর এলাকার পানি সরছে খুবই ধীরে ধীরে। এলাকাবাসী জানিয়েছে প্রতি বছরই ইসদাইরের খাল এবং ড্রেনগুলি বর্ষা শুরু হওয়ার আগে লেবার লাগিয়ে পরিস্কার করা হয়।
কারণ সারা বছরে বর্জ্য পরে এলাকার খাল ও ড্রেনগুলি ভরাট হয়ে যায়। এর আগে আলী আকবর মেম্বার যখন দায়িত্বে ছিলেন তখন তিনি প্রতি বছরই এলাকার পানি নিস্কাশন ব্যাবস্থা পরিস্কার রাখতেন। এ ক্ষেত্রে তিনি এলাকাবাসীর সহায়তা নিতেন এবং সব সময় এলাকায় যাতে জলাবদ্ধতা না হয় তার জন্য চিন্তিত থাকতেন।
তাই আলী আকবর মেম্বারের সময় এলাকায় জলাবদ্ধতা হলেও পানি কিছুটা দ্রুত সরে যেতো। আউয়াল মেম্বারও গত বছর এলকায় যাতে জলাবদ্ধতা না হয় সেই ব্যাপারে সচেষ্ঠ ছিলেন। তিনিও গত বছর এলাকার ড্রেনগুলি পরিস্কার রেখেছিলেন। কিন্তু এবার তিনি সেই কাজটি করেননি। যার ফলে ড্রেনগুলি ভরাট হয়ে আছে। পানি সহজে সরছে না। আর অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে।
তাই ইসদাইর এলাকাবাসী মনে করেন মূলত আউয়াল মেম্বারের গাফিলতির কারনেই এবার ওই এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা হচ্ছে। এ বিষয়ে জানতে আউয়াল মেম্বারকে টেলিফোন করা হলে তিনি ফোন ধরেননি। এন. হুসেইন রনী /জেসি