রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নগর ভবনের প্রায় ২০০ গজ দূরে এখনও কোরবানীর বর্জ্য

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

 

গত ২৯ জুন সারাদেশে পালিত হয়েছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিম ধর্ম অনুসারিরা এ দিনে পছন্দের পশু জবাই করে থাকে। সেই জবাইকৃত পশুর আবর্জনা এবং র্দীঘদিনে জমে থাকা পচা দুর্গন্ধযুক্ত পানি গত ৪-৫ দিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রায় ২শ গজ দূরে  একতা মেডিকেল সার্ভিসেস এবং অগ্রণী বাংকের এর ফুটপাতের পাশে জমে আছে বলে জানান এলাকার স্থানীয় বাসিন্দরা।

 

 

এছাড়া নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি চালের বাজারও অবস্থিত সেখানে। রক্তের দূর্গন্ধের কারনে দোকানে বসতে পারছেন না বলেও অভিযোগ করেন চাল ব্যবসায়ীরা। অন্যদিকে সিটি করপোরেশনের কর্মরত কর্মীদের পরিষ্কারের কথা বারবার বলার পরও বিভিন্ন অযুহাত দেখিয়ে তারা আর্বজনা গুলো পরিষ্কার করছেন না।  

 


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন, গত চার-পাচ দিন ধরে এই ময়লা গুলো এখানে পরে আছে। এলাকার আশেপাশে লোকেরা তাদের গরু ফুটপাতে জবাই দিয়েছে যার কারনে গরুর রশি, রক্ত এবং অন্যান্য আবর্জনা রাস্তার পাশে জমে আছে। দূর্গন্ধের কারনে এখান দিয়ে হাটা যায় না। সিটি করপোরেশনের কর্মীদের পরিষ্কারের জন্য সবাই মিলে বলেছে কিন্তু তারা নানা অযুহাত দেখায়। ট্রাকের কারনে নাকি ময়লা গুলো তারা পরিষ্কার করতে পারছেন না এমন আরো কত কী?    

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিষ্কার পরিছন্ন বিভাগের কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল যুগের চিন্তাকে জনান, রাস্তার পাশে ময়লা পরে আছে এ ব্যপারটি আমি সুপারভাইজারকে বলবো পরিষ্কার করে দেওয়ার জন্য। আগামীকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।এন.হুসেইন রনী /জেসি