রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজারে দামে অস্থিরতা কমছেই না

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার


সবজি থেকে শুরু করে মাছ-মাংসের বাজারে স্বস্তি মিলেনি ক্রেতাদের। শুক্রবার (১৪জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিক্রেতারা মিনিটে মিনিটে দাম পরিবর্তন করে বেচাকেনা করছেন। প্রায় সব ধরনের পন্যের দাম বেড়েই চলেছে।  তেলের ও মরিচের দাম অনবরত বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের বাজারের প্রতি নাভিশ্বাস চলে এসেছে।  

 


সবজির দাম যেন কমতেই চাচ্ছে না। বরং হুটহাট করে দাম বেড়েই চলেছে। দ্বিগুবাজারে আসা এক ক্রেতা জানান. সবজির সরবরাহ কম হওয়ার কারনে বাজারে দাম নিত্যদিনই বাড়ছে। কি করবো বাচতে হলে খেতে তো হবেই, যত দামই হোক। যে যার মতো দাম রাখছে, কেনো জবাবদিহিতা নেই। ভেবেছিলাম এলাকার দোকানে সবজির দাম যেহেতু বেশি, তাই একটু বাজারে যাই। এখানে এসেও স্বস্তি পাইনা যত দিন যাচ্ছে দাম দফায় দফায় দাম যেন বেড়েই চলেছে।

 


চিকন বেগুন প্রতি কেজি ১৬০ টাকা যা আগে ছিল ৬০থেকে ৪০ টাকা দরে ও গোল বেগুন প্রতি কেজি ৫০থেকে ১০০ টাকা। বাজারে নতুন আসা ছোট টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে, ঢেড়স ও পেপে প্রতি কেজি এখন ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা করা হয়েছে, কাচা মরিচের দাম তো আরো উদ্রগতির দিকে যাচ্ছে, আগে  ছিল ১৫০ থেকে ২৫০ টাকা দরে এখন বেড়ে হয়েছে ৩৬০ টাকা। আদা প্রতি কেজি ১৪০ থেকে ১৮০ টাকা দর ও রসুন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা করে।

 


বাজারে আলু বিক্রি হচ্ছে থেকে ১৮০ টাকা পাল্লা যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে, পিয়াজের পাল্লা বিক্রি হচ্ছে ১৮০টাকা। কাকরইল প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টিকুমরা ১ চিল ২০ টাকা ও ১পিছ ৭০ টাকা. শশা প্রতি কেজি ৩০ টাকা ও লতি প্রতি কেজি ৪০ টাকা করে বিক্রি করছেন বিক্রেতারা।

 

 

মাছের বাজারেও উধ্বমক্ষি পরিস্থিতির শিকার হচ্ছেন ক্রেতারা। চিংড়ি মাছ প্রতি কেজি ৮৫০টাকা থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে, তেলাপিয়া মাছ ২৮০ টাকা কেজি দরে, মাঙ্গাস মাছ ২২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত ও কৈ মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা করে।  এন.হুসেইন রনী /জেসি