দিন যত যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা তত বাড়ছে
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
নগরীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতি দিনই প্রায় ৩-৪ জন ডেঙ্গু রোগী নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হচ্ছেন। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে এখনো পযন্ত নগরীতে মৃত্যুর সংখ্যা নেই। অন্যদিকে এদের মধ্যে নারীর তুলোনায় পুরুষ এবং মধ্যম ( ২০ থেকে ৩৫) বয়সের রোগীর সংখ্যা বেশি বলে জানায় চিকিৎসকরা।
এ বিষয়ে জুনিয়র কনসালটেন্ট (মেডিসেন) ডা. মিনহাজ উদ্দিন আহমেদ যুগের চিন্তাকে জানান, বর্তমানে ডেঙ্গু রোগীর আগের তুলনায় সংখ্যা বেশি। প্রতিদিনই প্রায় রোগী ভর্তি হচ্ছেন। কিন্তু তার মধ্যে ৫জন ডেঙ্গু রোগী (পুরুষ বিভাগ) থেকে ভালো হয়ে উঠেছেন।
এছাড়া বর্তমানে ডেঙ্গু মশার আচরণের পরিবর্তন হয়েছে। এরা এক রাতের জমে থাকা নোংরা কিংবা পচা পানিতেও তাদের বিস্তার করছে, রোগ ছড়াচ্ছে। এ রোগ থেকে বাচাঁর জন্য আমাদের অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে। এন.হুসেইন রনী /জেসি