চাঁদার দাবিতে ডয়েজ এ্যাপারেলসে সন্ত্রাসী সালাউদ্দিন গংদের মহড়া
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
ফতুল্লার জালকুড়িতে ওয়েষ্টিজ ব্যবসায়ী আরিফ প্রধানের কাছে চাঁদার দাবিতে ডয়েজ ল্যান্ড এ্যাপারেলসে সন্ত্রাসী সালাউদ্দিন গংরা মহড়া দিয়েছে। একই সাথে সন্ত্রাসীদের নিয়ে ফ্যাক্টরীতে মহরা দেয়ার অভিযোগ উঠেছে। চাদাঁবাজ সালাউদ্দিন দীর্ঘ দিন যাবত বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবী করে আসছে এই ফ্যাক্টরী থেকে।
কিন্তু তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে গার্মেন্টস থেকে তাকে যেন ওয়েস্টেজ মালা না দেয়া হয় এজন্য ফ্যাক্টরীর কর্তৃপক্ষকে হুমকি ধমকি দেয়া হয়। সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, সালাউদ্দিন তার সন্ত্রাসী দল বল নিয়ে টেবিল চাপড়ে হুমকি দিচ্ছে। এসময় তার সাথে থাকা ১০ থেকে ১২ জন সন্ত্রাসীকে দেখা যায়। চাঁদাদাবি করেন, সালাউদ্দিন, কুতুবউদ্দিন, তেল সাদ্দাম, বুইট্টা বাবু, নাজিমউদ্দিনসহ অনেকে যাদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে।
এই ঘটনায় ডয়েজ ল্যান্ড এ্যাপারেলসের মার্কেটিং পরিচালক আনিসুর রহমান জানান, ডয়েজ ল্যান্ড এ্যাপারেল এর ওয়েস্টেজ মাল চুক্তি ভিত্তিতে কাজী আমির এবং আরিফ প্রধান নিয়ে থাকেন। এখানকার সকল ধরনের ওয়েস্টেজ আমরা তাদের কাছে বিক্রি করে আসছি।
কিন্তু সালাউদ্দিন এখানে এসে ওয়েস্টেজ মাল নেয়ার জন্য দাবী করলে আমরা তাদেরকে জানাই, আমরা তো কাজী আমির এবং আরিফ প্রধানকে দেই। সালাউদ্দিন গং এসে আমাদের ফ্যাক্টরীতে উৎপাত করে। এই ঘটনা আমরা আরিফ প্রধানকে তার সাথে মিউচুয়াল করার জন্য বলি।
এলাকাবাসী জানান, সন্ত্রাসী কালা সালাউদ্দিন নিজে তার ঘর ভাঙ্চুর করে আরিফের নামের থানা মিথ্যা অভিযোগ করে। এখানে কোন মারামারির ঘটনা ঘটে নাই। তার বাড়ীতে গিয়ে ভাঙচুর করবে এমন কোন লোক নেই। সে নিজে চাঁদা দাবী করছে এটা আমরা জানতে পারছি। এন. হুসেইন রনী /জেসি