রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চালকের স্ট্রোকে ঝরল ৪ প্রাণ

এম সুলতান

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

 

একটা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি দুর্ঘটনায় চাষাঢ়ায় সান্তনা সুপার মার্কেটের সামনে সড়কেই প্রাণ গেছে চারজনের। ফতুল্লার বিসিকে ফকির এ্যাপারেলসে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভাতে ঘটনাস্থল যাওয়ার পথে গতকাল সকাল ১১টার দিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর আলম (৫৮) স্ট্রোক করে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

এই ঘটনায় ঘটনাস্থলে এবং পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর শহরের জামতলার মো. সালাউদ্দিন সাবু (৪৮) এবং শহরের মাসদাইরের পাকাপুল এলাকার রিকশাচালক সিরাজুল ইসলাম (৫০), রাতে মারা যান আহত ইসদাইর এলাকার আমজাদ হোসেন (৫২)। এঘটনায় আরো সাতজনের বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা ইরানি ও রোকন, শহরের জামতলা এলাকার নাজমা ও মুন্সিগঞ্জের রেশমা।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ফকির এ্যাপারেলসে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে গাড়ির চালক জাহাঙ্গীর আলম স্ট্রোক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আনন্দ পরিবহনের যাত্রীবাহি বাস, একটি প্রাইভেটকার, তিনটি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাপা দেয়।

 

এতে ঘটনাস্থলেই আনন্দ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়। ব্যাটারী চালিত অটোরিকশার ৭ যাত্রী আহত হয়েছে। আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত পথচারীর মরদেহ আনন্দ পরিবহনের গাড়ির প্লেট কেটে বের করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে শহরের চাষাঢ়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানজটের সৃষ্টি হয়।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, ফতুল্লার বিসিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িটি অগ্নিনির্বাপনের জন্য যাচ্ছিল। পথিমধ্যে চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এ সময় দুর্ঘনাটি ঘটে।

 

ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আলম গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সালাউদ্দিন সাবু মারা যান। গুরুতর আহত অবস্থায় রিকশাচালক সিরাজুলকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তিনি মারা যান।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে শান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় আনন্দ বাসের নিচে চাপা পড়ে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে সিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে আমজাদ হোসেন নামে আরো একজন মারা গেছেন। এস.এ/জেসি