বারবার চাষাড়াতেই কেন সড়ক দুর্ঘটনা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার
# ব্যস্ততম এই এলাকায় রাস্তা পারাপারের জন্য কোন ফুট ওভার ব্রিজও নেই
এক সময়ের প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকা। বিশেষ করে মূল শহরে প্রবেশসহ নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস-আদালত, বাজার, দোকানপাট, চিকিৎসা সেবা এবং বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকগণও এই রুট দিয়ে চলাচল করে। একই সাথে শহরের প্রত্যেকটি সড়কের বহির্গমনের জাংশন হিসেবে পরিচিত এই চাষাড়া এলাকা। অন্যদিকে এই চাষাড়া জাংশন ঘেষেই অবস্থান করছে ঢাকা-নারায়ণগঞ্জ রেল সড়কের ক্রসিং গেট।
সবকিছু মিলিয়ে এই এলাকাটি অনেকটাই অক্টোপাস আকার ধারণ করেছে। প্রতিদিন এই স্থান দিয়ে লাখ লাখ লোকের যাতায়াত এবং হাজার হাজার যানবাহনের চলাচল। ফলে স্বাভাবিকভাবেই নারায়ণগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এই চাষাড়া। অথচ প্রতিনিয়ত এখানে যানবাহন ও সাধারণ মানুষের জটের কারণে একটি ঘিঞ্জি পরিবেশ বিরাজ করে।
এমন ব্যস্ততম জায়গা হওয়া সত্বেও এখানে যানবাহন ক্রস করার জন্য কোন আন্ডার বা ওভার পাস সিস্টেমতো নেই, এমনকি এমন ব্যস্ততম এই এলাকায় মানুষের নিরাপদ রাস্তা পারাপারের জন্য কোন ফুট ওভার ব্রিজও নেই। এরই মধ্যে বিভিন্ন সময় এখানে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয় এবং প্রতিনিয়তই আহত হচ্ছেন সাধারণ জনগণ।
এই স্থানে প্রায় দেড় বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাবা ও তার কিশোরী মেয়ে। সর্বশেষ গত সোমবার প্রাণ হারিয়েছে ৪ জন। এসব দুর্ঘটনার বিভিন্ন কারণের মধ্যে এই ঘটনাটির ঘিঞ্জি পরিবেশও দায়ী বলে মনে করেন সচেতন মহল।
শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জের সুনাম দেশের গন্ডি ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি পেয়েছে শত-শত বছর আগেই। সেই সুবাদে চাষাড়া এলাকাটির পরিচিতি এবং গুরুত্বও আছে সর্বস্তরে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারটির অবস্থান চাষাড়া এলাকায়। এর খুবই কাছাকাছি এলাকায় রয়েছে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ, সরকারী তোলারাম বিশ্ববিদ্যাল কলেজ।
তাছাড়া ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক, লিংক রোড, নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়ক, বঙ্গবন্ধু সড়ক এবং রামবাবুর পুকুরপার যেতে গলি সড়কের মুখ এসে একত্রিত হয়েছে এই চাষাড়া মোড় এলাকায়। এই এলাকাটি দিয়েই স্থানীয়দের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়।
বিভিন্ন সময় এখানে ফুটওভার ব্রিজের জন্য দাবি করা হলেও কোন এক অজানা কারণে তা বাস্তাবায়নে এগিয়ে আসেননি কেউ। এরই মধ্যে শহরবাসী দীর্ঘ দিন দাবি চালিয়ে যাবার পর চাষাড়া মোড় এলাকার পাশে থাকা ডাকবাংলো এলাকার দেয়াল ভেঙ্গে সরিয়ে নিতে বাধ্য হয় প্রশাসন। তবে সেখানে এখন পর্যন্ত কোন পরিকল্পিত ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া হয়নি বলে রয়েছে শহরবাসীর অভিযোগ।
শরবাসীর মতে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ। অথচ এমন একটি শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ এলাকা হওয়া সত্ত্বেও যানবাহন চলাচলের এমন ঘনত্ব এলাকা হিসেবে এখানে যানবাহনের নিরাপদ চলাচলের জন্য ওভার পাস বা আন্ডার পাস সিস্টেম থাকার কথা, সেখানে এখানে মানুষের নিরাপদ পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজও করার জন্য কেই এগিয়ে আসছেন না। এখানকার দায়িত্ববানরা একে অপরের দোষ ধরতেই ব্যস্ত।
এরই মধ্যে ২০২১ সালের ১০ ডিসেম্বর চাষাড়ার ডাক বাংলোর সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান ব্যবসায়ী আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বেলি (১৫)। গুরুতর আহত হন রিকশার চালক। সে সময় তারা রিকশায় চড়ে চাষাঢ়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ডাক বাংলোর সামনে একটি ইটবাহী ট্রাকের ধাক্কায় রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান।
গুরুতর আহত হন রিকশাটির চালক। গত সোমবার একটি পোশাক কারখানার আগুন নিভাতে যাওয়ার সময় চলমান অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর স্ট্রোক করলে মারা যান জাহাঙ্গীরসহ চারজন। এর বাইরে এখানে প্রতিনিয়তই কেউ না কেউ ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছেন বলে জানান তারা।
শুধুমাত্র একটি পরিকল্পনা বিহীন ট্রাফিক সিস্টেমের কারণে এবং এখানকার যানবাহন গুলোকে নিরাপদ চলাচলে কোন পরিকল্পিত উদ্যোগ না নেওয়ায় শহরের যেকোন জায়গার তুলনায় এই চাষাড়ায়ই বারবার দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে বলে মনে করেন সচেতন মহল। এখানে মেয়র, এমপি এবং প্রশাসনের সমন্বয়ে খুব দ্রুত একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি শহরবাসীর। এস.এ/জেসি