সারা নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটের কারণে ভাত রান্না বন্ধ
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:১১ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
গত বেশ কয়েকদিন ধরে নতুন করে গ্যাস সংকটে ভুগছেন ফতুল্লা থানা এলাকার সাধারন মানুষ। গ্যাস না থাকায় রান্না করতে না পারায় ঘরে ঘরে অসুস্থ হয়ে পরছে মানুষ। মুরি, বিস্কুট খেয়ে জীবনযাপন করছে অনেকে। আর যাদের ঘরে শিশু সন্তান রয়েছে তাদেরতো কষ্টের কানো সীমা নেই বলেই জানিয়েছেন ওই এলাকার সাধারন মানুষ।
এ বিষয়ে ইসদাইর এলাকার বাসিন্দা ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী বলেন, ইসদাইর এলাকায় দিনের পর দিন এক ফোটাও গ্যাস নেই। দিনরাত চব্বিশ ঘন্টাই গ্যাস থাকে না। আগে দিনের বেলায় না থাকলেও রাতে গ্যাস আসতো। কিন্তু এখন রাতেও গ্যাস থাকে না।
জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহুর্তে এভাবে গ্যাস না থাকার বিষয়টিকে আমারা সরকারের বিরুদ্ধে গ্যাস কর্তৃপক্ষের ষড়যন্ত্র হিসাবে দেখছি। কারন মানুষ গ্যাসের বিল পরিশোধ করছে কিন্তু রান্নার করার গ্যাস পাচ্ছে না। তাহলে সাধারন মানুষ সরকারের উপর ক্ষুব্দ হয়ে উঠবে এটাই স্বাভাবিক।
এতে আগামী নির্বাচনে ভোটারদের উপর মারাত্বক ভাবে প্রভাব পরবে বলে আমি মনে করি। কারন আমি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের একজন নেতা হিসাবে আমার উপলব্দি এটা। আমি যখন ঘর থেকে বের হই তখনই সাধারন মানুষ গ্যাস কেনো নেই এই প্রশ্ন করেন। কারন শহুরে জীবন গ্যাসের উপর নির্ভরশীল।
ভাত রান্না করতে পারছে না মানুষ। আর যে সকল ঘরে ছোটো ছোটো শিশুরা রয়েছে তাদের খাবার তৈরী করতে পারছে না মায়েরা। তাহলে মানুষ বাঁচবে কি করে। গতকাল মিছির আলী মেম্বার এ প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান নিজে নারায়ণগঞ্জের তিতাস গ্যাসের কর্মকর্তাদের টেলিফোন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা বলেছেন।
কিন্তু তার কথা কেউ পাত্তা দিচ্ছে না। এতে আমি ধারনা করছি কর্মকর্তাদের কেউ আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারেন। তিনি আরো বলেন সংসদ সদস্য শামীম ওসমান টেলিফোন করার পর আমি নিজে ফতুল্লা থানা এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি।
কিন্তু তারা বলছেন এটা নাকি জাতীয় সমস্যা। এলএনজি নেই তাই গ্যাস সরবরাহ বন্ধ বলে তারা জানান। তাই আসলে কি ঘটছে আমরা সেটা বুঝতে পারছি না। আমি পরিস্কার ভাবে এটাই বলতে চাইযে এ সময় রান্নার কাজে ব্যাবহার করার গ্যাস বন্ধ থাকার মানেই হলো আগামী নির্বাচনে সরকারী দলের প্রতি জনসাধারনের নেতিবাঁচক প্রভাব পরবে শতভাগ।
অথচ মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জের ব্যাপক উন্নয়ন করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল এবং কর্ণফুলি টানেল সহ বহু মেঘা প্রকল্পের উন্নয়ন সহ সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন।
কিন্তু নির্বাচনের মাত্র কয়েক মাস আগে যদি এভাবে ঘরে ঘরে রান্না করার গ্যাস না থাকে তাহলে মানুষ যে বিক্ষুব্দ হয়ে উঠেবে এতে কারোই কোনো সন্দেহ নেই। তাই এ সময়ে গ্যাস নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠবে বলে আমি মনে করি। এন.হুসেইন রনী /জেসি