রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাসিক ১৮নং ওয়ার্ডের বাপ্পি সড়কের বেহাল দশা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার

 

নগরীর নাসিক ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ এর মোড় হতে বাপ্পিচত্বর পযন্ত সড়কের পিচ উঠে বর্তমানে বেহাল দশা। পুরো সড়ক জুড়ে ছোট-বড় আকারে অনেক গর্ত হয়ে থাকার কারনে ঝুকিতে চলাচল করছে পরিবহনগুলো। ভাঙ্গা সড়ক সংস্কার না করায় ভোগান্তির চরম আকার ধারন করেছে। এ কারনে যাত্রী ও যান চালকরা ক্ষোভ প্রকাশ করেছে।

 

 

ঐ এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ভাঙ্গা থাকার এলাকার বাসিরা সবাই মিলে কাউন্সিলরকে জানানোর পর তিনি শুধু এক পাশের ভাঙ্গার উপর দিয়ে ইট বসিয়ে দিয়ে যায় কিন্তু কয়েক দিন পরই রাস্তা আগের মতো হয়ে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ- ভার্সিটির ছাত্রছাত্রী এবং সারাদিনে হাজার হাজার মানুষ ও যান চলাচল করে। এমনকি এ সড়ক দিয়ে কয়েক এলাকার মানুষ ও মুন্সিগঞ্জের মানুষ ও মালামাল, পন্য আনা- নেওয়ার ক্ষেত্রেও সড়কটি ব্যবহার করা হয়।      

 

 


এ বিষয়ে এক রিকশা চালক বলেন, এ এলাকার দুটি মেয়েকে এ সড়ক দিয়ে রোজ আমি স্কুলে আনা-নেওয়া করি। যাতায়াতের সময় রিকশা পেডেল দিতে অনেক কষ্ট হয় কারন সড়কের বিভিন্ন জায়গা দিয়ে গর্ত হয়ে রয়েছে গর্ত থেকে পেডেল দিয়ে রিকশা উঠানো যে কি যারা উঠায় তারা বুঝে। শুধু আমরা না এলাকা দিয়ে যেসব সাধারণ মানুষরা যাতায়াত করে কিংবা চালকরা রয়েছে তাদেরও কষ্ট করতে হচ্ছে।      

 


সড়ক সংস্কারের বিষয়ে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্না যুগের চিন্তাকে বলেন, আপনি এ বিষয় নিয়ে কি কালকে রিপোর্ট করবেন। করলে করেন।   এন.হুসেইন রনী /জেসি