ডিসি বাংলোর সামনে সড়কের বেহাল দশা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৩ আগস্ট ২০২৩ রোববার
নারায়ণগঞ্জের ডিসি বাংলোর সামনে সড়কে ছোট-বড় আকারে গর্ত হয়ে থাকার কারনে দুর্ভোগের শেষ নেই। এতে স্থানীয় বাসিন্দারা ছাড়াও ভোগান্তিতে পরেছে ঐ সড়কে চলাচলকারী সহস্রাধিক মানুষ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রী, কর্মজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষরা যাতায়াত করে। র্দীঘদিন যাবৎ সড়কটি সংস্কার না করায় সড়কের বিভিন্ন জায়গা দিয়ে পিচ উঠে বড় বড় গর্ত হয়েছে রয়েছে।
প্রতিনিয়ত এ সড়ক দিয়ে শতাধিকের বেশি ব্যাটারি চালিত রিকশা, মিশুক, ছোট ছোট বাস, ট্রাক ছাড়াও বিভিন্ন যান ঝুঁকি নিয়ে চলাচল করে। ভাঙ্গা থাকার কারনে চলাচলকারীরা দূর্ঘটনার আতঙ্কে থাকে। এছাড়া বৃষ্টি হলে গর্ত গুলোতে পানি জমে দূর্ভোগের চরমে পৌছায় । সড়কের এমন অবস্থা প্রায় কয়েক বছর যাবৎ। সংস্কারের অভাবে সড়কের পিচ-খোয়া উঠে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যান চলাচল করছে এঁকে-বেঁকে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
এ বিষয়ে গার্মেন্টেস কর্মী এক পথচারী বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে আমি যাতায়াত করি। যখনি ভাঙ্গা অংশ দিয়ে গাড়ি চলাচল করে তখন ভয়ে থাকি গাড়ি থেকে কখন যেন পরে যাই। এ রাস্তা দিয়ে চলাচল করা এখন বিপদজনক হয়ে উঠেছে। অন্যদিকে কয়েক দিন আগে গর্ত গুলোতে মাটি ফেলা হয় যার কারনে আমাদের মতো চলাচল কারীদের ভোগান্তি আরো বেশি হচ্ছে বলে আমার মনে হচ্ছে।
এ বিষয়ে রামীম নামে এক শিক্ষার্থী বলেন, রাস্তার পিচ উঠে যাওয়ার কারনে সড়কে অনেকটা অংশ দিয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে উঠেছে। এছাড়া আইটি স্কুলের সামনের রাস্তার অবস্থা তো বেহালদশা। তারপরও বাধ্য হয়ে সে রাস্তা দিয়ে সকল শিক্ষার্থীরা চলাচল করে। সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করবো দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য।
এ বিষয়ে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর অহিদুল ইসলাম যুগের চিন্তাকে জানান, আমি তো কিছুদিন আগে গর্ত গুলোতে মাটি ফেলে ভরাট করে দিয়ে ছিলাম। আগামীকাল এ বিষয়ে সিটি ককরপোরেশনে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করবো। এন. হুসেইন রনী /জেসি