শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

সোনারগাঁও আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের নিন্দা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার


সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে নিয়ে বিএনপি-জামায়াতের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ সোনারগাঁও উপজেলা শাখা।শনিবার (১২ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কায়সার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

 

 

এতে বলা হয়, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সোনারগাঁও উপজেলা শাখা কিছু দিন ধরে লক্ষ করছি, আমাদের উপজেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সম্পর্কে বিএনপি-জামায়াতের একটি কুচক্রী মহল তার চরিত্র হনন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিম‚লক অডিও ভাইরাল করছে।

 

 

এতে তাকে সামাজিকভাবে ও ব্যক্তিগতভাবে অসম্মানিত করা হয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

 

 

এতে আরও বলা হয়, শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরের হেফাজত আন্দোলন নামে একটি সংগঠন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের মুক্তির দাবিতে সমাবেশ করে।

 

 

ওই সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু ও সাংগঠনিক সম্পাদক শাহ মো. সোহাগ রনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বক্তারা বক্তব্য দেন। যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বক্তাদের আইনের আওতায় এনে তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি।