শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বারদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার


উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনারগাঁও উপজেলাধীন বারদী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উজ্জ্বল কুমার ভৌমিককে সভাপতি ও রিপন চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক করে বারদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা প‚জা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।

 

 

গতকাল শুক্রবার (২৫ আগস্ট) বিকেল তিনটায় বারদী ইউনিয়নের রামেশ্বর দেবমঠ মঠের পুকুরপাড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু।

 

 

বারদী শ্রী শ্রী মহাশ্মাশন কমিটির উপদেষ্টা প্রদীপ কুমার বণিক'র সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রজত কুমার সুর রাজু, বিশেষ অতিথি মহাতীর্থ লাঙলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়। 

 

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নারী সদস্য রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীমতি সীমা পাল শিলা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার ভৌমিক। 

 

 

রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গনেশ পাল, বন্দরের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জের সাধারণ সম্পাদক খোকন বর্মন, বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, ইউপি সদস্য মো. নাজমুল। এদিকে বিকেল তিনটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।  এন. হুসেইন রনী  /জেসি