মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার স্কুলে র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:২১ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
গতকাল নাসিক ১৩নং ওয়ার্ডের মাসদাইর এলাকাস্থ বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকাল ১০ টায় মাসদাইরের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন-২০২৩ কর্মসূচীর আয়োজন করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট তৈমুর আলম খন্দকার।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সচিব সুলতানা বেগম. অভিভাবক প্রতিনিধি মোসলে উদ্দিন, মোঃ রুহুর আমিন, শাহ আলম ভূঁইয়া ও সানজিদা আফরিন, শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম ও আসিফ আহমেদ সুমন, সংরক্ষিত মহিলা অভিভাবক সোনিয়া আক্তার।
মুসলিম একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী ভূঁইয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক খসরু নোমান, বোর্ড অব ডাইরেক্টর এড. আবুল কালাম আজাদ,খাজা ইরফান আলী, মনির হোসেন খান, মোহাম্মদ হোসেন শেখ ও নাজমুল কবীর নাহিদ সহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
কর্মসূচীর সূচনাতেই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অতিথিরা বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহন করেন। র্যালীটি বিদ্যালয় থেকে বের হয়ে মাসদাইরের গুদারাঘাট এলাকা ঘুরে তালা ফ্যাক্টরী হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। তারপর সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন।
পরে স্কুলের মাঠে প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এড. তৈমুর আলম খন্দকার একটি বৃক্ষ রোপন করেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় তিন শতাধিক ফলজ গাছ নিজ নিজ বাড়ীতে রোপনের জন্য প্রদান করা হয়। এন.হুসেইন রনী /জেসি