এক যুগ পার হলেও সংস্কার হয়নি তালতলার রাস্তাটির
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:৪০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা তালতলা এলাকা একটি শিল্পনগরী এলাকা এই এলাকার রাস্তাটি দিয়ে প্রতিদিন সারাদেশ থেকেই প্রায় কয়েকশত ডিস্টিক ট্রাক লরী চলাচল আসা যাওয়া করে। কুতুবুপরে বিভিন্ন এলাকার রাস্তাঘাট মেরামত করা হলেও যুগের পর যুগ পার হলেও সংস্কার হয়নি এই রাস্তাটি।
বিশেষ করে এই রাস্তাটি দিয়ে ভারী যান চলাচলে প্রত্যেকটা স্থানেই গর্তের সৃষ্টি হয়েছে শুধু তাই নয় বৃষ্টিতে রাস্তার স্যাঁতস্যাতে কাঁদায় পরিণত হয়েছে যার কারনে এই রাস্তাটি দিয়ে এখন গাড়ি চলাচল অনেকটাই রিস্ক হয়ে দাড়িয়েছে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়া এই রাস্তাটি জনপ্রতিনিধিদের আওতায় না হওয়ার কারনে এই রাস্তাটি তাদের মাধ্যমেও মেরামতের হয়নি। কিন্ত কিছু কিছু সময় তালতলার রাস্তাটিতে বালু ও কাচরা ফেলে সাময়িক সমাধান করার চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধান হয়নি।
জানা যায় , এই রাস্তাটি এলজিইডির আওতায় তাই কেউ স্থায়ী ভাবে সমাধানেও যাচ্ছে না যার কারনে এই রাস্তাটি দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা পড়ে ভোগান্তির মধ্যে । তবে জানা গেছে এলজিইডির কর্মকর্তারা বেশ কয়েকবার দেখে গেলেও তার কোন রকম সুরাহা করতে পারেনি।
এ বিষয়ে তালতলা এলাকার এক ব্যবসায়ী জানায় আমরা দীর্ঘদিনের এই সমস্যার মধ্যে পড়ে আছি। এই রাস্তাটির সমস্যার কারনে আমরা ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতিগ্রস্থ। তাই এলজিইডির প্রতি অনুরোধ থাকবে যাতে করে এই রাস্তাটি অতি দ্রুত করে দিয়ে ব্যবসায়ী ও এই রাস্তাটি দিয়ে চলাচলকারীদের সুবিধার্থে যেন কাজ চালু করা হয় তাহলে এই রাস্তাটির দীর্ঘ সমস্যার সমাধান হবে।
শুধু তাই নয় জানা নয় জানা গেছে এই রাস্তাটি সমস্যা থাকার কারনে বেশির ভাগ ডিস্টিক ট্রাকগুলো পাগলা দেলপাড়া রোড ব্যবহার করে আর যার কারনে সেই রোডটিতেও প্রতিনিয়ত জ্যাম বেজেই থাকে।
এদিকে পাগলা বাজাবের এক ব্যবসায়ী জানায় তালতলার এই রাস্তাটি দিয়ে যদি সংস্কার করা হয় তাহলে এই রাস্তাটি দিয়ে বড় বড় ট্রাক গুলো ডুকতো না এবং সমস্যার সৃষ্টি হতো না। তাই আমরাও পাগলা বাজারের ব্যবসায়ীরাও চাই যুগ যুগ ধরে সংস্কার না হওয়া এই রাস্তাটি সংস্কার করা হয় তাহলে আমরাও পাগলা বাজারের ব্যবসায়ীরাও জ্যামের ভোগান্তি থেকে মুক্তি পাবো।
এলাকাবাসী জানায় , আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি এই রাস্তার সমস্যাটা তবে সমস্যা সমাধানে তেমন কোন রকম কার্যক্রম চোখ পড়েনি আমরাও চাই এই রাস্তাটি অতিদ্রæত মেরামত করা হোক আর বিশেষ করে বৃষ্টি এই রাস্তাটির অবস্থা আরও নাজেহাল অবস্থার রুপ নেয়। তখন গাড়ি তো দূরের কথা মানুষের চলাচলের কষ্টসাধ্য হয়ে দাড়ায়।
তাই স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের উচিৎ এলজিইডির কর্মকর্তাদের তাগিদ দিয়ে যত তারাতারি সম্ভব এই রাস্তাটি মেরামত করা। এন.হুসেইন রনী /জেসি