রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের বেড়েছে কাঁচা মরিচের ঝাল

নুরুন নাহার নিরু

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

 

গত ১ সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজরে বেড়েছে কাঁচা মরিচের দাম। চলতি সপ্তাহে দু-বার দাম পরিবর্তন হয়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির। ভারত থেকে আমদানি নেই বলে দাম বৃদ্ধি পেয়েছে বলে জানায় ব্যবসায়ীরা।

 

 

তবে সঠিক তদারকি নেই বলে ব্যসায়ীরা কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করছে বলে জানান ক্রেতারা এ বছর ঈদুল-আজহার সময় বিভিন্ন অজুহাতে কাঁচা মরিচের দাম বেড়ে প্রায় ১ হাজার টাকা কেজিতে বিক্রি হয়েছিলো। সে সময় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে এসেছিলো।

 


নারায়ণগঞ্জ দিগুবাবুর বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে যা গত ১ সপ্তাহ আগে ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হয়েছিলো।  

 


বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি না থাকায় আবারও মরিচের দাম বেড়েছে। অন্যদিকে এবার টানা বৃষ্টি  হওয়ার কারনে ফলন নষ্ট হয়ে যাওয়ায় আমদানি করা মরিচের মাধ্যমে মানুষের চাহিদা মেটানো হচ্ছিলো কিন্তু এখন তো আমদানিও নেই তাই দামটা হঠাৎ করে আবার বেড়ে গেছে। দেশি মরিচ যতদিন বাজারে না আসবে এ কয়েকদিন বাজারে দাম উঠা-নামা চলতেই থাকবে।

 


দাম উঠা-নামার ব্যাপারে তারা বলেন, কাচা মালে বাজারের দাম কোনো নির্ধারিত নাই। আমদানি থাকলে সবকিছুর দাম কমে যায় আর আমদানি না থাকলে দাম বেড়ে যায়। ব্যবসায়ীদের যে পরিমানে মরিচ প্রয়োজন সে পরিমাণে তারা পাচ্ছে না।

 


 এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঁচা মরিচ বিক্রেতা বলেন, আমরা তো আর সরকার না যে দাম কমিয়ে বিক্রি করবো। আমরা কাঁচা মরিচ পাচ্ছি কম কিন্তু কিনছি বেশি টাকা  আমাদেরও তো ছেলে-মেয়ে আছে সংসার চালাতে হয়।  

 


এ বিষয়ে হাফিজ নামে এক ক্রেতার বলেন, শুধু কাঁচা মরিচই না বাজারে প্রতিটা পণ্যের দাম বাড়তি। সঠিক ভাবে তদারকি নেই বলে কিছু পাইকারি ও খুচরা বিক্রেতারা কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করছে। আমরা সাধারণ মানুষ ঠেকা তো আমাদেরই দাম বাড়লেও থেকে হবে না বাড়লেই খেতেই হবে কিছু করার নেই।   এন.হুসেইন রনী /জেসি