রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবৈধ স্ট্যান্ডে যানজটে নাকাল নগরী

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার


নারায়ণগঞ্জ নগরীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন স্থানে যানবাহনের অবৈধ স্ট্যান্ড। শহরের আনাচে-কানাচে এই অবৈধ্য স্ট্যান্ডের ছড়াছড়িতে সৃষ্টি হচ্ছে তীব্র যানযট। অনিয়ম ও অব্যবস্থাপনায় ভেঙ্গে পরেছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। লিংকরোডের কাজের কারণে শহরে দিনে-রাতে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাচ্ছে মানুষ।

 

 

তাছাড়া নগরীর কালিবাজার শায়েস্তা খান রোড ও সিরাজউদ্দৌলা রোডের সামনে সব সময় দেখা মিলে  যানজটের। তাতে করে ভোগান্তিতে পড়তে হয় কলেজপড়–য়া ছেলেমেয়েদের ও নগরীর জনগণের। নগরবাসীদের অভিমত, নগরীতে দিনের বেলায় অবৈধ অটোরিকশাগুলো প্রবেশ বন্ধ করে দিলে  জনগনের এমন ভোগান্তিতে পরতে হয়না। বর্তমানে অবৈধ স্ট্যান্ড ও মাত্রাতিরিক্ত অটোরিকশা চলাচলই নগরীতে যানজটের অন্যতম কারন।

 


সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন করে ট্রেন চলাচল শুরু হওয়ার পর পরই যানজটের সৃষ্টি হয় আরো বেশি। শহরে যানজটের প্রধান পয়েন্টগুলো হলো, ১নং রেলগেট, ২নং রেলগেট, গ্রিন্ডলেজ ব্যাংক মোড়,  চাষাঢ়া গোল চত্ত¡র, কলেজ রোড ও চাষাড়া রেলওয়ে স্টেশনের সড়ক। এছাড়া জিমখানা, ২নং রেলগেট ফজরআলী ট্রেড সেন্টারের সামনে রয়েছে অবৈধ স্ট্যান্ড। ফলে নগরে সকাল থেকে রাত পর্যন্ত ক্ষনে ক্ষনে লেগে থাকে যানযট।

 


কিছু পথচারীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তায় যানযট লাগার আরেকটি কারন হচ্ছে কিছু কিছু মানুষের স্বভাবের কারণে। সকালে রাস্তায় পরিবহন চালকরা তাদের যানবাহন নিয়ে যখন বের হন, তখন তারা নির্দিষ্ট স্ট্যান্ড থেকে বের হয়েই বিভিন্ন পয়েন্টে বাস বা সিএনজি দাঁর করিয়ে রাখেন যাত্রি তোলার আশায়।

 

 

পাশাপাশি নগরী জুরে ব্যাটারিচালিত অবেধ অটোরিকশা ও সিএনজির অবৈধ স্ট্যান্ডের ছড়াছড়ি থাকলেও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগ নিরবতা পালন করছে।

 


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর বলেন, এ ব্যাপারে ব্যবস্থা আমরা বহুবার নিয়েছিলাম। কয়েকদিন পর পরই আমরা অভিযান চালাই কিন্তু কোনো লাভ হয়নি এছাড়া এটা সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করবো কোথায় স্ট্যান্ড হবে, কোথায় হবে না।

 

 

অন্যদিকে নারায়ণগঞ্জ তো ঘনবসতি এলাকা তাই অটো কিংবা অন্যান্য যেসব বাহন রয়েছে তারাও কোনো নিষেধ আজ্ঞা মানে না। যেখানে সেখানে গাড়ি পাকিং করে রাখে এবং আমাদের লোকবলও তেমন নেই যে যেখানে সমস্যা আমরা একটা লোককে সেখানে দাড় করিয়ে রাখবো। তবে আমি চেষ্টা করছি এ সমস্যা দূর করার জন্য।  এন.হুসেইন রনী /জেসি