খাল-রাস্তা দখল করে অবৈধভাবে বাস স্টান্ড, দোকান ভাড়া
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
# পাসপোর্ট অফিসের সামনে শতাধিক বাস ও টং দোকান বসিয়ে চাঁদাবাজি
# যার নেপথ্যে সালাউদ্দিন-মহিউদ্দিন-ফরহাদরা
সদর উপজেলার কুতুবপুরে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা, কিশোর গ্যাং সহ নানান অপকর্মে জর্জরিত। বিশেষ করে সাইনবোর্ড এলাকায় প্রকাশ্যে পরিবহন চাঁদাবাজি তো আছেই। এমনকি বিভিন্ন সময় আধিপত্যকে বিস্তার করে এই এলাকায় হয় মারামারি হানাহানি প্রশাসনের তৎপরতা কম থাকায় প্রতিনিয়তই বাড়ছে গুম, খুন, অপকর্ম। শুধু তাই নয় এই এলাকায় বেশির ভাগ জায়গাতে অবৈধভাবে জমি দখল সহ রাজনৈতিক পরিচয়ে চলে চাাঁদাবাজি সহ নানান অপকর্ম।
জানা যায়, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশের রাস্তা দখল করে রাখতে দেওয়া হয় শতাধিত ঠিকানা বাস আর এই সকল বাস গুলো থেকে প্রতিটির থেকে প্রতিদিন ১৫০ টাকা করে নেওয়া হয়। অভিযোগ রয়েছে ওই এলাকার রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে সালাউদ্দিন, মহিউদ্দিন, ফরহাদ সহ বেশ কয়েকজন টাকার বিনিময়ে সরকারি জায়গাতে এই বাস গুলো রাখার সুবিধা দিয়ে থাকে। এমনকি ইতিমধ্যে তারা পাসপোর্ট অফিসের সামনেই গড়ে তুলেছে দুইটি টং দোকান আর এই দোকানগুলো থেকে প্রতিদিনই নেওয়া হয় চাঁদা।
এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনি এসে খোঁজ নিয়ে দেখতে পারেন আমি এগুলোর সাথে জড়িত আছি কিনা। যারা আমার বিরুদ্ধে এই অভিযোগটা দিয়েছে সম্পূর্ন মিথ্যা অভিযোগ দিয়েছে এমনকি যেই টং দোকানগুলোর কথা বলা হয়েছে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন আমি ওই দোকানগুলো থেকে এক কাপ চা খাই কিনা।
এ বিষয়ে আরেক অভিযুক্ত মহিউদ্দিন জানান, আসলে বিষয়টি হচ্ছে গাড়ির ড্রাইভার কিছু টাকা দেয় সেটা দারোয়ানদের জন্য অনেক সময় গাড়ির ব্যাটারী নিয়ে যায় চোরেরা তাই গাড়ির ড্রাইভাররা টাকাটা দেয়।
নাম প্রকাশে আনিচ্ছুক ওই এরাকার এক বাসিন্দা জানান, এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ নানান অপকর্মে তারা জড়িত এলাকায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না তাই তারা দিনের পর দিন মানুষকে জিম্মি করে একের পর এক অপকর্ম করেই চলছে। প্রশাসনের উচিৎ এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা গ্রহন করা। এস.এ/জেসি