শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আড়াইহাজারে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

 

বিষাক্ত সাপের কামড়ে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আড়াইহাজার উপজেলায় পৌরসভার নাগের চর এলাকায় রোববার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শাহীদা বেগম (৫৫)। সে ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।

 

নিহতের পরিবারের তথ্যমতে, শাহীদা রোববার সকাল ৮টার দিকে বাড়ির বাইরে সড়কে বের হলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আমিন  জানান, সাপটি বিষাক্ত বলে মনে হয়েছে। হাসপাতালে আনার আগেই শাহীদার মৃত্যু হয়েছে। এস.এ/জেসি