সবজিও নাগালের বাহিরে শাকের দামেও অস্বস্তি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার
দীর্ঘ দিন ধরেই বাজারে সবজির দাম আকাশ ছোয়া। মাছ-মাংস তো আগেই মধ্য ও নিম্নবিত্তদের খাবারের তালিকার বাহিরে। তাই মানুষ জীবন যাপনে খেয়ে বেঁচে থাকার কারনে বিভিন্ন ধরনের শাককে বেছে নিয়ে ছিলো। কিন্তু বাজারের অস্বস্তিতে ভোগান্তির অন্ত নেই। সেই শাকেও নেই এখন স্বস্তি। বাজার ঘুরে দেখা যায়, সবজির দামের পাশাপাশি বাড়তি দামে বিক্রি করছে শাক। প্রতি হাঁটি লাউ শাক ৭০ টাকা।
লাল শাক প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। মুলা শাক প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা। পুঁই শাক প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে এসব শাক আগে বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন শাকের কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা বেড়েছে। এর বাহিরেও চড়া দামে বিক্রি হচ্ছে ধনে পাতা।
যার প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, সরকার পণ্যের যে দাম বেঁধে দেয় তাতেও তো কোনো লাভ হয় না। বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো দাম নেয়। যেসব সবজি বা অন্যান্য পণ্য আমাদের দেশে ফলানো হয় সেগুলোর দামও বেশি এটা কেন। আলু বা অনেক সবজি রয়েছে বাহির থেকে আমদানি করতে হয় না তাও কেনো এগুলোর দাম এতো বেশি।
মানুষ এখন সাধারণত ডিমও কিনে খেতে পারে না। ১ হালি ডিম এখন ৫৫ টাকা করে । কোনো রকম যে শাক খেয়ে বাচবে সেই শাকের কেজিও ৭০ টাকা করে।
এ বিষয়ে বেসরকারি এক কর্মকর্তা বলেন, বাজারের আসার এখন আগ্রহটাও পাই না। মানুষ আসলে কি খেয়ে বেচে থাকবে। ভাবা যায় যে সব শাক আগে ২০ টাকা দিয়ে কিনে খেতাম। এখন সেই শাক ৭০-৮০ টাকা কেজি। পাইকারি বাজার বলে দামটা একটু কম এলাকায় যারা বিক্রি করে তারা তো গলায় এক প্রকার ছুরি ধরে দাম নেয়। এলাকায় লাল শাকের কেজি একদাম ১০০ টাকা করে। বর্তমান পরিস্থিতি মানুষ পুরোপুরি ভাবে অসহায়। এন.হুসেইন রনী /জেসি