জনসমাবেশে আফজাল কবিরের নেতৃত্বে তারাবো পৌরসভা যুবদলের শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশে তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে তারাবো পৌরসভা যুবদলের হাজারো নেতাকর্মী বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেন। বুধবার ( ১৮ অক্টোবর ) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির এই জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময়ে তারাবো পৌরসভা যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে রূপগঞ্জ উপজেলা যুবদলের মূল মিছিলের সাথে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় আফজাল কবিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী বাবুল, কুতুব উদ্দিন -যুগ্ম আহবায়ক, কাউসার আলম-যুগ্ম আহ্বায়ক, আবু তাহের-যুগ্ম আহ্বায়ক, মনির হোসেন -যুগ্ম আহ্বায়ক, আরিফুর রহমান-যুগ্ম আহ্বায়ক জুলহাস মিয়া-সদস্য, আব্দুল আজিজ হীরা-সদস্য,
মকবুল হোসেন -সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড, আব্দুল আউয়াল -সভাপতি ৫ নং ওয়ার্ড, রমজান খান -সভাপতি ৯ নং ওয়ার্ড দক্ষিণ, নয়ন ভুইয়া -সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড দক্ষিণ, নজরুল ইসলাম -সভাপতি ৪ নং ওয়ার্ড, মাসুদ মির -সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড, সোহেল মিয়া -সভাপতি ১ নং ওয়ার্ড, মামুন মিয়া -সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড উত্তর, সাইফুল ইসলাম, ইয়াসিন প্রধান, সাঈদ মিয়া, নবী হোসেন, মুক্তার হোসেনসহ প্রমুখ।