শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বন্দরে কুখ্যাত মাদকব্যবসায়ী রিপনসহ গ্রেপ্তার ২

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার

 

বন্দরে ৭টি মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন (২৪)সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক সম্রাট গাজী (৪৯)। রিপনসহ ২জনের কাছ থেকে পুলিশ ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

 

গ্রেপ্তারকৃতদের রোববার (২২ অক্টোবর) দুপুরে উক্ত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট রিপন ও একরামপুর সিএসডি গেইট সংলগ্ন এলাকার কবির সিকদারের ছেলে অপর মাদক ব্যবসায়ী রমজান (১৮)। পলাতক মাদক ব্যবসায়ী গাজী নবীগঞ্জ নুরবাগ এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে।

 

এর আগে গত শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং- ২৬(১০)২৩।

 

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক সম্রাট রিপন ও রমজান পলাতক মাদক ব্যবসায়ী গাজী দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর, ইস্পাহানী, নবীগঞ্জ নূরবাগ, রসুলবাগ, ইসলামবাগসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট রিপনের বিরুদ্ধে বন্দর থানা ও কুমিল্লা থানাসহ জেলার বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। এছাড়াও পলাতক অপর মাদক সম্রাট গাজী বিরুদ্ধে বন্দর থানায় ৫টি মাদক মামলা রয়েছে। এস.এ/জেসি