রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নগর জুড়ে শীতের আগেই তীব্র গ্যাস সংকট

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার

 

নারায়ণগঞ্জের নগরী জুড়ে অধিকাংশ এলাকাতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গভার রাতে কিছুটা গ্যাস থাকলেও  দিনে বেলাতে একেবারেই জ্বলছে না চুলা। এতে বিপাকে পড়েছে পুরো নগরবাসী। গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভুগছে নগরীর নিতাইগঞ্জ, তামাকপট্টি, গলাচিপা, পাইকপাড়া, আমলাপাড়া, খানপুর, তল্লা, বাবুরাইল, নন্দিপাড়ার বাসিন্দারা।

 

 

সাধারণত প্রতি বছর শীত ঋতুর সময় কালীন গ্যাস সমস্যা থাকলেও এবার শীতকাল শুরু হওয়ার আগে থেকেই দেখা দিয়েছে তীব্র সংকট। নগরীতে গ্যাস সংকট থাকার কারণে আমরা নারায়ণগঞ্জ বাসির পক্ষ হতে জেলা ডিসি এর কাছে স্মারকলিপির দেওয়ার পরেও কোনো সমাধানর লক্ষ করা যায়নি। এ বিষয়ে গলাচিপা হাফিসা নামে এক গৃহিনী বলেন, প্রতিবারই দেখি যে শীতের সময় চুলাতে গ্যাস

 

 

থাকে না। গ্যাসের চাপ কম থাকে। কিন্তু এবার শীত আশার কোনো নাম না থাকলে এখনই চুলায় আগুন জ্বলছে না। ভোর রাতে সময় গ্যাস আসে তখন কি সম্ভব মানুষের রান্না করা। এছাড়া সমস্যা যদি এক দিকে হতো তাহলে কথা ছিলো। ফ্লাট বাড়ীতে আবার বাড়িওয়ালা মাটির চুলাতে রান্না করতে দেয়। তার মধ্যে বর্তমানে বাজারের পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ আসলে না

 

 

খেয়ে মারা যাওয়ার মতো অবস্থাতে রয়েছে। এ বিষয়ে সুমি সরকার নামে এক ব্যাক্তি বলেন, গত কয়েকদিন যাবৎ এই সমস্যায় ভুগছি বেশি। দুপুরে বাচ্চাদের টিফিন দিতে পারি না, না খেয়ে চলে যায় স্কুলে। বর্তমানে যে পরিস্থিতি বাজারের নিত্যপন্যের তার উপর গ্যাস সমস্যার কারনে আরো খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তিতাস গ্যাস প্রকৌশলী ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ

 

 

যুগের চিন্তাকে জানান, হ্যাঁ নারায়ণগঞ্জে কিছুদিন যাবৎ এই সমস্যাটি হচ্ছে। গ্যাস আমাদের এখানে কম আসছে তাই গ্যাসের ক্রাইসিস হচ্ছে, এটা সাময়িক সমস্যা কিছুদিন পর ঠিক হয়ে যাবে। নারায়ণগঞ্জের এলাকাতে রাতে সময় গ্যাস পায় সকালে পায়না আবার কিছু জায়গায় দিনের বেলাতেগ্যাস থাকে। এটা পরে ঠিক হয়ে যাবে। বর্তমানে গ্যাস ন্ষ্কিাষণের সময় এছাড়াও  কিছু কিছু নগরীতে জায়গায় কাজ চলছে তাই এখন ক্রাইসিস টা হচ্ছে বেশি।   এন. হুসেইন রনী   /জেসি