আবারও বেড়েছে আলু-পেঁয়াজের দাম
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০১:৫১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
গত ২ মাস ধরে বাজারের সকল পণ্যে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এতে বাজার নিয়ন্ত্রণের জন্য গত মাসে আলু ও পিয়াজ বেঁধে দেওয়া হয়েছিলো। যদিও এর কোনো কার্যকর বাজার ঘুরে লক্ষ করা যায়নি। বাড়তি দামেই এসব পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন করে আবারও কেজিতে ৫ টাকা বেড়েছে এসব পণ্যের।
গতকাল নগরীর পাইকারি দিগুবাজার ঘুওে জানা যায়, ইন্ডিয়ান পেয়াজের কেজি প্রতি পাল্লা ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেয়াজের দাম বেড়ে ৪৯০ থেকে ৪৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ইন্ডিয়ান পেয়াজের দাম বেশি হওয়ার কারণে দেশি পেয়াজের দাম বেড়েছে। অন্যদিকে আগে থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এই সপ্তাহে দাম বেড়ে প্রতি পাল্লা ২২০ থেকে ২৩০ টাকা বিক্রি এবং প্রতি কেজি আলু ৪৬ টাকা আবার কোথাও কোথাও ৫০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।
এ বিষয়ে আলু ব্যবসায়ীরা বলেন, বাজাওে আলু সরবরাহ কমে গেছে তাই আবারও দাম বেড়েছে। এ বিষয়ে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, বর্তমানে সব কিছুর দাম বেশি হওয়ার কারণ হলো সামনে নির্বাচন। ভাগ্যক্রমে সরকার যদি একবার বদলে যায় তাহলে তো সব হিসাব দিয়ে যেতে হবে। তাই মানুষের গা থেকে রক্ত চোষার মতো করে জিনিসের দাম বাড়িয়ে টাকা চুষে নিচ্ছে।