বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বন্দরে পিকআপ চালককে নির্যাতন করে হত্যার অভিযোগ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:২১ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার

 

বন্দরে দাদনের পাওনা টাকা আদায়ের নামে এক পিকআপ চালককে ৪ দিন আটক রেখে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে ধামগড় ফাঁড়ি পুলিশ নিহত পিকআপ চালকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ কলাবাগ এলাকায় এ র্নিমম ঘটনাটি ঘটে।

 

নিহত চালকের নাম মতিয়ার (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গুবিনাথপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে তিনি। নিহতের বড় ভাই লাভলু মিয়া জানান, বন্দর উপজেলার মদনপুর ইউপির দেওয়ানবাগ কলাবাগ গ্রামের শাহিন খন্দকারের কাছে ৪০ হাজার টাকা দাদন নিয়ে তার পিকআপ গাড়ি চালাতেন মতিয়ার। দাদনের টাকা আদায় করতে গত মঙ্গলবার রাতে পিকআপ মালিক শাহিন তাকে তার বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায়। মালিক পক্ষের নির্যাতনে পিকআপ চালক মতিয়ার শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই তহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন। শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এসআই তহিদুল ইসলাম জানান, আটক রেখে নির্যাতনে একজন মারা গেছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এস.এ/জেসি