বন্দরে স্ত্রী পালিয়ে যাওয়ার চার বছর পর স্বামীর মামলা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার
বন্দরে স্ত্রী পালিয়ে যাওয়ার ৪ বছর পর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক প্রবাসী স্বামী। গতকাল শনিবার (৪ নভেম্বর) দুপুরে সিরাজুল ইসলামের স্ত্রী পারুল আক্তার ও শ্যালক ভাই ইব্রাহীম এবং স্ত্রীর বড় বোন রিনা বেগমকে আসামী করে বন্দর থানায় এই লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, দীর্ঘ ১২ বছর পূর্বে শরিয়তপুর জেলার সদর থানার চর মধ্যপাড়া এলাকার সামছুদ্দিন বেপারীর মেয়ে পারুল আক্তারের সাথে বন্দর উপজেলার আলীনগর এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়ার সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে ৮ বছরের ছেলে ও ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে গত ২০১২ইং সালে সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়া প্রবাসে পাড়ি জমায়। প্রবাসে থাকা অবস্থায় সিরাজুল ইসলাম ওরফে মনিরের বেতনের অর্জিত টাকা পায়সা তার স্ত্রী পারুল বেগমের কাছে জমা রাখত।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, তিনি বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী পারুল বেগম গত ১১/১২/২০১৯ইং তারিখে তার জমানো নগদ ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। বিষয়টি বাড়ির লোকজন তাকে জানালে, তিনি গত ২৩/৬/২২ ইং তারিখে দেশে ফিরে তার স্ত্রীর খোঁজ নিতে তার শ্বশুর বাড়ি গেলে ২নং ও ৩নং বিবাদী তাকে অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দেয়। এবং বলে পারুল এখানে নাই। সে বিদেশ চলে গেছে। তার সাথে কোন প্রকার যোগাযোগের চেষ্টা করা হলে এর পরিনতি ভালো হবে না বলে হুমকি দেয়। এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় বলে জানায় জিরাজুল ইসলাম।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এস.এ/জেসি