ফতুল্লায় অটোরিকশা নিয়ে পালানোর সময় গণপিটুনি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার
ফতুল্লায় অটো চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে পালানোর সময় এক চোরকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় অটো চালক শহিদকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চোর সিন্ডিকেটের আরো দুইচোর মাসুদ ও সালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত চোর সোহাগ ঢাকা জেলার ডেমরা থানার হাজিনগর এলাকার কালাম হাজির বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের পুত্র।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে অটো চালক শহীদ মিয়াকে অচেতন করে অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সোহাগ নামে এক চোরকে হাতেনাতে ধরে গনপিটুনি দেয়। অন্য দুজন মাসুদ ও সালাম পালিয়ে যায়। পরে ফতুলা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন ঘটনাস্থল থেকে অটো চোর সোহাগ চুরিকৃত অটো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এসআই মোঃ কামাল হোসেন জানান, এলাকাবাসী দুপুরে চুরিকৃত অটো রিক্সাসহ এক চোরকে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম মিয়া জানান, অটোচোর সিন্ডিকেটের একজনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছ ।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এস.এ/জেসি