সিরাজ মন্ডলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান
স্টাফ রিপোর্টার
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার
সারাদেশে আগুন, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশে বিশাল এক মিছিল নিয়ে যোগদান করেন নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। বুধবার (২২ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী শান্তি মিছিল ও সমাবেশে যোগদান করেন।
এ সময় মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম মন্ডল বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শকে বুকে ধারণ করে। বাংলাদেশের যে রূপকার উন্নয়ণ করেছে, এই উন্নয়নের কথা পূর্বে থাকা কোন সরকার কখনো চিন্তা ও করেনি। তাই এই ধরনের উন্নয়ন করার লক্ষে ও সামনে যে উন্নয়নের প্রজেক্টগুলো তার হাতে রয়েছে, সেগুলো সফল করার জন্য আবারো এই শেখ হাসিনাকে দেশের জনগনের প্রয়োজন। এছাড়া ও দেশের জনগণ জেনে গিয়েছে এই শেখ হাসিনাকে ছাড়া দেশ আর সামনের দিকে এগিয়ে যাবে না। যার কারণে দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আবারো উৎফুল্ল হয়ে উঠেছে।
যার কারণে দ্বাদশ নির্বাচনে আমরা আমাদের উন্নয়নের যে সরকার আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ও আমাদের মাননীয় সাংসদ সদস্য এ. কে এম শামীম ওসমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ড থেকে ঐক্যবদ্ধভাবে সামনের নির্বাচনের মডেল হিসেবে দেখাতে আমরা আজকে সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান সাহেবের নেতৃত্বে শান্তি মিছিলে অংশগ্রহন করেছি।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, আদমজী বাজার গণি সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দুলু মেম্বার, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন আলম সরদার, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সামাদ মেল্লা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোসলে উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, নাসির খান, যুবলীগ নেতা আনিস, যুব মহিলা লীগ নেত্রী সিমা সুলতানা, পলি বেগম সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ প্রমুখ।