রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাবতলী নতুন বাজার এলাকায় গ্যাস সংকটে দিশেহারা জনজীবন

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার


ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকায় তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। গত কয়েক বছর ধরেই গ্যাস পাচ্ছে না অত্র এলাকার মানুষ। গতকাল এ প্রতিনিধিকে এসব তথ্য জানিয়েছেন ওই এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ¦ আজিজুর রহমান। তিনি বলেন, আমর অত্র এলাকার প্রত্যেক বাড়িওয়ালা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছি।

 

 

কিন্তু কোনো গ্যাস পাচ্ছি না। বছরের পর বছর ধরে অত্র এলাকায় চরম গ্যাস সংকট বিরাজ করছে। সারাদিনতো বটেই আজকাল মাঝ রাতেও গ্যাস আসে না। যার ফলে ঘরে ঘরে মানুষ নিধারুন কষ্টে জীবনযাপন করছে। এলাকার বাড়িগুলোতে গ্যাসের অভাবে ভাড়াটিয়া থাকছে না।

 

 

ফলে আমরা চরম বিপাকে পরেছি। এ ব্যাপারে আমরা নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং তিতাস গ্যাসের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

 


এ বিষয়ে ওই এলাকার গৃহবধু জেবুন্নেসা পারভিন বলেন, আমরা অত্র এলাকায় বাড়ি নির্মান করে চরম বিপাকে পরেছি। লাখ লাখ টাকা খরচ করে জমি কিনে বাড়ি নির্মান করেছি। আমাদের চারতলা বাড়িতে আটটি ডাবল চুলা পাশ করানো আছে। প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করছি। কিন্তু গ্যাস না থাকায় ভাড়াটিয়া থাকছে না।

 

 

গত চার/পাঁচ বছর ধরে শুরু হয়েছে তীব্র গ্যাস সংকট। যার ফলে আমরা কম টাকায় ভাড়া দিয়েও ভাড়াটিয়া পাচ্ছি না। আমাদেও বাড়িতে আটটি ফ্লাটের মাঝে একটিতে আমরা নিজেরা থাকি। আর সাতটি ভাড়া দেই। কিন্তু এখন আর ভাড়াটিয়ারা থাকছে না। যার ফলে তিনটি ফ্লাটই খালি পরে আছে। এতে বাড়ির মেনটেনেন্স খরচও আসছে না।

 

 

গাবতলী নতুন বাজারে বাড়ি নির্মান করে চরম কিপাকে পরেছি। তাই সরকারের প্রশাসনের কাছে আমাদের দাবি দয়া করে তারা যেনো এই সমস্যার সমাধান করেন। তিনি আরো বলেন বাড়ি ভাড়ার উপর আমার সংসার চলতো। এখন কষ্টের কোনো সীমা নেই।

 


একই রকম অভিযোগ করেন ওই এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ মুন্না। তিনি আরো করুন আকুতি জানিয়ে যতো দ্রুত সম্ভব অত্র এলাকার গ্যাস সঞ্চালন ঠিক করার জন্য স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো বলেন, আমার স্ত্রী এখন গুরুতর অসুস্থ্য।

 

 

অনেক দিন ধরে বিছানায় পড়ে আছেন। তাই গ্যাস না থাকায় আমাদের কষ্ট আরো বহু গুন বেড়ে গেছে। মাঝ রাতেও গ্যাস আসে না। তাই আমরা সীমাহীন কষ্টে আছি। এই সংকট সমাধান করার জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।