রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নগরীতে বিশুদ্ধ পানির সংকট

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:২০ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার


পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য। নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির সংকট নিরসনের জন্য ঢাকা ওয়াসা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দায়িত্ব অর্পণের ৪ বছরেও তেমন কোনো সুফল লক্ষ করা যায়নি। সময় মতো পানি আসে না, ময়লা, দূর্গন্ধ ইত্যাদি ওয়াসার পানি নিয়ে হাজারো অভিযোগ রয়েছে গ্রাহকদের। ওয়াসার পানির কথা জিজ্ঞাসা করাতে ক্ষোভ প্রকাশ করে খানপুরের ফারজানা নামে এক স্থায়ী বাসিন্দা বলেন, ওয়াসার পানি খাওয়ার অযোগ্য।

 

 

দূর্গন্ধের কারণে মুখে দেওয়া য়ায় না। প্রথম কয়েক মিনিট পানি পরিষ্কার থাকে তার পর থেকে পানিতে ছোট ছোট পোকা ও ময়লা ভাসতে দেখা যায়। দৈনিক যে সময় পানি দেওয়ার কথা সে সময় মতোও পানি দেয় না। প্রতিদিন তিনবার করে পানি দেওয়ার কথা কিন্তু সে জায়গায় দেখা যায় এক বেলা দিলে আরেক বেলা দেয় না। এমন যেন তাদের ইচ্ছে হলে পানি দিবে না হলে নাই।    

 


 নন্দিপারা এলাকার শুক্কুরী বেগম বলেন,ওয়াসার বিল খরচ কম হয় বলে বাড়িওয়ালারা নিজেদের সুবিধার্থে বাসা-বাড়িতে পাম্প বসায় না। টাকা দিয়ে ভাড়া থেকেও কষ্ট করতে হয়। সকাল হতে না হতেই গিয়ে লাইন দিতে হয় একটু বিশুদ্ধ খাবার পানির জন্য । কেউ দেয় কেউ দিতে চায় না। সবার মন-মানসিকতা কি এক। ওয়াসা থেকে যে পানি দেওয়া হয় তা এক বেলা আসলে আরেক বেলা আসে না। তার উপরে পানিতে গন্ধ আর ময়লা তো আছেই। এ কারনে আমরা ওয়াসার পানি পান করি না। বাসা বাড়ির কাজে ব্যবহার করে ফেলি।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী  প্রকৌশলী  আব্দুল আল জোবায়ের যুগের চিন্তাকে বলেন, লাইনে কোনো সমস্যা হলে আমরা যতদ্রুত সম্ভব সেটা ঠিক করে দেই। প্রতি ইউনিটে (১ হাজার লিটার)  ১৫ টাকাই দেই। প্রতি লিটারে ১.৪ পয়সায় পানি এলাকায় এলাকায় সরবরাহ করে থাকি। তার উপরে অনেক জায়গায় অবৈধ লাইন রয়েছে। আমাদের সিষ্টেম হচ্ছে অন্তত ২ দিনের পানি রিজার্ভ রাখার ব্যবস্থা রাখা।

 

 

যাতে কোনো সমস্যা দেখা দিলে যেন মানুষ চলতে পারে। কিন্তু কোনো বাড়িতে এই ব্যবস্থাটা নেই। রিজার্ভ নেই, সময় মতো বিল পরিষোধ করে না, সাধারন মানুষদের সুবিধার জন্য দেড় পয়সায় পানি দেই তারপর ও যদি বলে গ্রাহকদের সেবা করি না তাহলে তো কোনো কথা থাকে না। সমস্যা হয় এবং তার সমাধানও হয়। এমন না যে সমস্যা হলে আমরা বসে থাকি ঠিক করি না।