সোনারগাঁয়ে মনোনয়নপত্র জমা দিলেন লিয়াকত হোসেন খোকা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়পার্টির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় জাতীয়পার্টির মহাসচিব ও বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁ উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল-ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু।
যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া। পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি গরীবে নেওয়াজ, মোহাম্মদ আলী, জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান ইমাম, জহির, জাহাঙ্গীর, সাবেক কমিশনার দুলাল, মিলন, মজিবর রহমান, আক্তার ভুইয়া।
শাহীন, বাপ্পি, শহীদ সরকার, রাসেল, কাওছার আহম্মেদ, শ্যামল, পৌর মহিলা জাতীয় পার্টির সভাপতি মমতাজ বেগম, পরিভানু, শিল্পী মেম্বারসহ প্রতিটি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।