মুন্নার নেতৃত্বে শামীম ওসমানের পক্ষে গণসংযোগ ও নৌকার মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমানের পক্ষে কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহম্মদের নেতৃত্বে কাশীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীক ফেষ্টুন ও বাদ্যবাজনা বাজিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশাল মিছিল করেছে কর্মী-সমর্থকরা । এসময় শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়া হয় এলাকাবাসীর কাছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না বলেন, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জবাসীর ভোটে জাতীয় সংসদ নির্বাচনে তিন মেয়াদে এমপি দায়িত্ব পালন করছেন শামীম ওসমান। এবারো আমরা শতভাগ জনগণের বিপুল ভোটে জয়ী হবেন শামীম ওসমান। তার হাতে উন্নয়নের ছোয়ায় প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে নৌকা রব উঠেছে। আমাদের দেশের উন্নয়ন মার্কা নৌকা, জনগণের মার্কা নৌকা মার্কা। আবারো নৌকা মার্কায় শামীম ওসমানের পক্ষে জনতার ব্যাপক সাড়া পাচ্ছি।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে চতুর্থবারের মত আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন শামীম ওসমান। এবারও জনগনের ভোটে টানা চতুর্থবারের বারের মত সংসদ সদস্য নির্বাচিত হবেন।
এ সময় যুবলীগ নেতা মুন্নার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন কেন্দ্র কমিটির আহ্বায়ক আবুল কালাম ও যুগ্ম আহ্বায়ক সুরজ মিয়া মাদবরসহ কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।