ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার
সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পর ভাটিপাড়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত ছাত্রের নাম রিয়াদ হোসেন (৯)। এর আগে শনিবার সকাল গোসল করতে নেমে ৯টার দিকে নিখোঁজ হয় রিয়াদ হোসেন।
গতকাল রবিবার ভোরে নিখোঁজের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোবিন্দপুর-ঝালকান্দি সেতু এলাকায় লাশ ভেঁসে উঠে। নিহত ছাত্র রিয়াদ হোসেন সোনারগাঁয়ের নোয়াগাঁ ইউনিয়নের লাধুরচর গ্রামের হালিম মিয়ার ছেলে। শিশুটির বাবা হালিম মিয়া জানান, বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদে শনিবার সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ।
স্থানীয় লোকজন ও সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা সারাদিন খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন রবিবার ভোরে নদে ভাসমান অবস্থায় লাধুরচর ঝালকান্দি সেতুর নিচে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়। এস.এ/জেসি