বাবার সাথে বাসায় ফেরা হলো না জিসানের
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সোনারগাঁয়ে বাবার মোটরসাইকেলে করে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিসান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছে শিশুটির বাবা হারুনুর রশিদ ও তার ছোট ছেলে তানজিল (৮)। গতকাল বুধবার(৬ ডিসেম্বর) সন্ধায় সোনারগাঁ উপজেলার উদ্ভবগঞ্জ ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই ছেলে জিসান ও তানজিলকে মোটরসাইকেলে উঠিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরে আসার পথে উদ্ভবগঞ্জ ব্রীজে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে দুই ছেলে সহ চালক হারুনুর রশিদ ছিটকে পড়ে। এ সময় তিনজনই মারাত্নকভাবে আহত হয়।
ঘটনাস্থলে লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। এদিকে মটরসাইকেল চালক হারুনুর রশিদ ও তার ছোট ছেলে তানজিলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এস.এ/জেসি