বন্দরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত
বন্দর প্রতিনিধি
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:২২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রোববার
বন্দরে বৈদ্যুাতিক র্শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪টি র্ফানিচার দোকানসহ ৫টি দোকান সম্পন্ন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা নিহতের কোন খবর পাওয়া যায়নি।
শনিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৩ টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জ কাইতাখালি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অমল সূত্র ধরের ২টি ও আব্দুল সালাম মিয়ার ২ টি র্ফানিচার দোকানসহ ৫ টি দোকান সম্পন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক পক্ষ সূত্রে জানাগেছে। বন্দর ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় ৫০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। আমাদের তদন্ত অব্যহত রয়েছে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।