বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১   ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার-২

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

 

ভাড়া বাসা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাছিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গতকাল (১০ ডিসেম্বর) দুপুরে (নাসিক) ৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকায় এমন মর্মান্তিক  ঘটনা ঘটেছে।  

 

পরে এদিন ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষকরা হলেন, কদমতলী গ্যাস লাইন এলাকার মোঃ রাকিব হোসাইন (৩৮), একই ওয়ার্ডের টেডি মফিজের ছেলে মোঃ মহাসিন (২৮), মৃত নবী হোসেনের ছেলে মোঃ নাবিল হাসান পলাশ (৩৫) এবং মৃত আওলাদ হোসেনের ছেলে মোঃ হৃদয় হোসেন রুবেল (২৯)।

 

আসামিদের মধ্যে এখন পর্যন্ত নাবিল হোসেন পলাশ (৩৫) এবং মোঃ হৃদয় হোসেন রুবেল (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। 

 

মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নাছিমা আক্তার পূর্বে আদমজী ইপিজেডস্থ অনন্ত অ্যাপারেলেন্স নামক একটি ফ্যাক্টিরিতে চাকরি করতেন। তবে, বর্তমানে তিনি চাকরির জীবন ছেড়ে একজন গৃহিনী হিসেবে জীবনযাপন করে আসছে। তার বসবাসরত ভাড়াটিয়া বাসাটি পরিবর্তনের উদ্দেশ্যে নতুন বাড়ি খুঁজছিল। সেই লক্ষ্যে গতকাল ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১১ টায় বের হন তিনি।

 

উক্ত মামলার এক নম্বর আসামির সঙ্গে পূর্বে একই কারখানায় চাকরি করার সুবাদে পরিচিত তারা। তাই বাড়ি পরিবর্তনের কথা তার সঙ্গে শেয়ার করলে ফোনের মাধ্যমে ওই অভিযুক্ত জানান যে তার পরিচিত একটি খালি বাসা রয়েছে। ওই বাসাটি ভাড়া নিতে হলে দেখতে যেতে হবে।

 

আরও জানা গেছে, পরবর্তীতে ধর্ষক রাকিব হোসাইনের কথা অনুযায়ী ওই নারী তার সঙ্গে বাসা দেখার জন্যে কদমতলী পশ্চিমপাড়া খালপাড়স্থ আশরাফ উদ্দিনের বিল্ডিংয়ের একটি রুমে যান। কিন্তু সেখানে গেলে ঘটে ভিন্ন ঘটনা। আগে থেকেই বাকি তিন আসামী ওৎপেতে বসে ছিলেন সেখানে। যখনই নারী ঘরে ঢুকলেন তারা ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি প্রদান করে।

 

একপর্যায়ে ওই নারীর ইচ্ছের বিরুদ্ধে দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত আটক রেখে পালাক্রমে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাদের হাতে-পায়ে ধরে স্বামী ও সন্তানের কথা বলে কান্নাকাটি করলে ঘটে যাওয়া ঘটনা কাউকে না জানাতে বলে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ধর্ষণের মামলার দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। এস.এ/জেসি