কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের মোটরসাইকেল আরোহী। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় ভুলতা থেকে কাঞ্চনগামী মোটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।
এতে রাজিব মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত মোসলেউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি। এস.এ/জেসি