বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১   ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যুবলীগ নেতা মুন্না

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

 

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটা দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহম্মেদ এবারের বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়ার আহব্বান জানিয়ে কাশীপুর ইউনিয়নের এই আলোচিত যুবলীগ নেতা

 

এক বিবৃতিতে বলেন, সুখী সমৃদ্ধ অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনা যেমনিভাবে বাংলাদেশকে অভাবনীয় উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে দেশবাসীকে বলতে চাই আপনারা স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে আসুন এবং নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে পুনরায় নৌকাকে বিজয়ী করে এ উন্নয়ন আরো কয়েকধাপ এগিয়ে নিতে সহায়তা করুন।

 

তিনি আরোও বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে। ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।

 

তিনি আরোও উল্লেখ্য করেন, ৩০ লক্ষ প্রান ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সুউচ্চ মর্যাদায় নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতার জিবনাদর্শ ও দেশপ্রেম লালন করে এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হতে হবে।